নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ আগরতলা শহরের কাছে লিচুবাগান এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধক্কা দেয়৷
তাতে বাইকের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান৷ আহত হন আরও এক যুবক৷ দূর্ঘটনাটি ঘটছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শহরের কাছে লিচুবাগান এলাকায়৷ নিহত যুবকের নাম মনোরঞ্জন দাস৷ আহত যুবকের নাম বিপ্লব কর৷ তাদের বাড়িণ বড়জলা এলাকায়৷ দূর্ঘটনাগ্রস্থ বাইকের নম্বর টিআর- ০১- কিও-৮৫০৮৷

