ব্যাংকক, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): থাইল্যান্ডে ফের বন্দুকধারীর হামলা | মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।
মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বন্দুকধারীর হামলা থাইল্যান্ডে | স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেঞ্চুরি মুভি প্লাজা নামক শপিং মলের ভেতরে একটি বিউটি ক্লিনিকে আচমকা এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকধারী | বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই ক্লিনিকের কর্মী বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে হামলাকারী অন্তত সাত রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে থাই পুলিশ । তবে হামলাকারীকে পুলিশ আটক করেছে, নাকি পালিয়েছেন সে বিষয়ে কোন তথ্য জানান হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর সদস্য ৩২ বছর বয়সী জাকরাপাথ থোম্মা থাইল্যান্ডের একটি শপিং মলে এলোপাতাড়ি গুলি চালালে ওই ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল ।