নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ ফেব্রুয়ারী৷৷ সর্ট সার্কিটের কারণে এক গাড়িতে অগ্ণিকান্ড৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামী থানার অধীন আঠারমুড়া পাহাড়ের ৪৬ মাইল জাতীয় সড়কে৷
সোমবার সকালে টিআর-০১- এই- ১৬৮১ নম্বরের একটি টাটা এসিই গাড়ি শ্রমিকদের নিয়ে তেলিয়ামুড়া থেকে ৪৮ মাইলের দিকে যাচ্ছিল৷ গাড়ীর চালক নারায়ণ দাস ধোয়ার গন্ধ বের হতে দেখে গাড়িটি জাতীয় সড়কের পাশেই থামিয়ে দেন৷ দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে৷ পরে তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ কিন্তু এর আগেই গাড়িটি পুড়ে যায়৷ পরে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন সর্ট সার্কিটেই এই অগ্ণিকান্ডের ঘটনাটি ঘটেছে৷

