নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেল দে সৌসার মধ্যে শুক্রবার প্রতিনিধিমণ্ডল স্তরের আলাপ-আলোচনার পর স্বাক্ষরিত হল সাতটি চুক্তি| এই চুক্তি গুলি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, এবং বাণিজ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সঙ্গে সম্পর্কিত| বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত ও পতুর্গালের মধ্যে লোথালে (গুজরাট) রাষ্ট্রীয় সামুদ্রিক মিউজিয়াম হেরিটেজ কমপ্লেক্স প্রতিষ্ঠা, শিল্প ও বৌদ্ধিক সম্পত্তি অধিকারের ক্ষেত্রে সহযোগিতা, কূটনৈতিক প্রশিক্ষণ, বিনিয়োগ ভারত এবং স্টার্ট-আপ পর্তুগালের মধ্যে সমঝোতা জ্ঞাপন স্বাক্ষরিত হয়েছে| অডিও-ভিজু্যয়াল ফিল্ডের সঙ্গে একত্রে কাজ করা এবং সামুদ্রিক পরিবহণ এবং বন্দর উন্নয়নের বিষয়ে সহযোগিতা চুক্তি হয়েছে|
এছাড়াও, সাতটি সমঝোতা জ্ঞাপনেরও ঘোষণা করা হয়েছে, যা সুরক্ষা, বিজ্ঞান ও যোগাযোগ ক্ষেত্রের সহযোগিতার সঙ্গে জড়িত| সামরিক ও সুরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য ইন্সটিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস (আইডিএসএ) এবং লিসবন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও রাজনৈতিক বিজ্ঞান ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা, ন্যাশনাল ইন্সটিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারী সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সিএসআইআর-এনআইআইএসটি), তিরুবনন্তপুরম এবং ইন্টটিটিউট সুপিরিয়র টেকনিকো (আইএলচি), পর্তুগালের মধ্যে বিজ্ঞান সহযোগিতা, বি-হাব তেলেঙ্গানা এবং পার্কুসিব কোবিলার মধ্যে মহিলা স্টার্ট-আপ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক বিনিময়, নেনো-বায়োটেকনোলজিতে সহযোগিতার জন্য টেরি-ডিইএকেআইএল সেন্টার, গুরুগ্রাম এবং আন্তর্জাতিক আইবেরিয়ান ন্যানো প্রযুক্তি ল্যাবরেটরি (আইএনএল) ব্রাগারের মধ্যে সহযোগিতা, অ্যারোনটিকসে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড এবং সিআইআইআইএ-র মধ্যে সহযোগিতার জন্য সমঝোতা জ্ঞাপনও অন্তর্ভুক্ত রয়েছে|দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পর্যালোচনা করতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেল দে সৌসা সঙ্গে বৈঠক করেন।
পর্তুগালের রাষ্ট্রপতি দুদিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে এসে পৌঁছেছেন। এদিন সকালে তিনি রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানানো হয়েছে। এরপরে তিনি রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন দুপুরে পর্তুগাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এরপরে দুই রাষ্ট্রনেতা নেতার মধ্যে প্রতিনিধি মণ্ডল স্তরে আলোচনা হয়। রাষ্ট্রপতি মার্সেলো এদিন সন্ধ্যায় উপরাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন। পর্তুগাল রাষ্ট্রপতির প্রতিনিধি মন্ডলে রাজ্য মন্ত্রী এবং বিদেশ বিষয়কের অধ্যাপক অগস্টো স্যান্টোস সিলভা এবং সচিব ইউরিকো ব্রিল্যান্ট ডায়াস এবং রাষ্ট্রীয় সুরক্ষার আধিকারিক জর্জ সেগুরো উপস্থিত ছিলেন। পর্তুগালের রাষ্ট্রপতির প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন প্রতিমন্ত্রী ও বিদেশ বিষয়ক অধ্যাপক অগস্টো সান্টোস সিলভা, আন্তর্জাতিকীকরণের রাজ্য সচিব প্রফেসর ইউরিকো ব্রিল্যান্ট ডায়াস এবং জাতীয় প্রতিরক্ষা জর্জ সেগুরো সেঞ্চুরি। শনিবার রাষ্ট্রপতি মার্সেলো মুম্বাই সফর করবেন এবং রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করবেন। একই দিন তিনি গোয়ায়ও যাবেন, পরের দিন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।