নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : জমিয়তে উলামায়ে হিন্দ নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনের ভিত্তিতে জবাব চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করল আদালত। সুপ্রিম কোর্ট এই আবেদনের সঙ্গে মূল আবেদনটি যুক্ত করেছে। গত ২২ জানুয়ারি সিএএ নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্ট অস্বীকার করে। আদালত জানিয়েছে পাঁচ বিচারকের বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে। আদালত কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে উত্তর দাখিলের নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্ট অসমের সম্পর্কিত আবেদনের জবাব দিতে দু’সপ্তাহ সময় দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, চার সপ্তাহ পরে তারা একটি দিন নির্ধারণ করে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে দায়ের করা আবেদনের প্রতিদিন শুনানি করা হবে। সুপ্রিম কোর্ট সিএএর বিরুদ্ধে দেশের বিভিন্ন উচ্চ আদালতে দায়ের করা আবেদনের বিষয়ে যে কোনও আদেশ জারি করার বিষয়ে স্থগিতাদেশ দেয়। সিএএর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন আবেদনগুলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তর করতেও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে।