BRAKING NEWS

১৬ ফেব্রুয়ারি শপথগ্রহণ, মোদীকে আমন্ত্রণ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): আর মাত্র একদিনের অপেক্ষা| আগামী ১৬ ফেব্রুয়ারি, রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| ওই দিন দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেই শপথ নেবেন তাঁর সাত সদস্যের মন্ত্রিসভা| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল| শুক্রবার আপ সূত্রে এমনই জানা গিয়েছে|

আপ সূত্রের খবর, ১৬ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ  জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| উল্লেখ্য, দিল্লিতে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জিতে ক্ষমতায় এসেছে আপ| বিজেপির ঝুলিতে মাত্র ৮টি আসন| কংগ্রেস খাতাই খুলতে পারেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *