পূর্বাঞ্চলীয় ইরাকে বোমা বিস্ফোরণে মৃত্যু ২ জনের, জখম কমপক্ষে ১২

বাগদাদ, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): পূর্বাঞ্চলীয় ইরাকের খানাকিন শহরের উপকণ্ঠে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ২ জন| এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার খানাকিন শহরের উপকণ্ঠে সাধারণ নাগরিক এবং সুরক্ষা বাহিনীর জওয়ানদের উপর হামলা চালায় সন্ত্রাসবাদী|

সন্ত্রাসী হামলার পরই প্রত্যেককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়| বিস্ফোরণে ২ জন প্রাণ হারান এবং আহত হয়েছেন কমপক্ষে ১২ জন| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| তবে, এদিনের হামলার নেপথ্যে দাইশ জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *