জনাদেশ মেনে কেজরিওয়ালকে অভিনন্দন মনোজের

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) দিল্লিবাসীর জনাদেশ মেনে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন দিল্লির বিজেপি রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি জানিয়েছেন, ‘দিল্লিবাসী এবং নির্বাচনের সময় নিরলস পরিশ্রম করা দলীয় কর্মীদের ধন্যবাদ জানাই। আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিজেপি প্রত্যাশা মত ফলাফল না করায় স্বভাবই হতাশ মনোজ তিওয়ারি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে দলের পরাজয় খতিয়ে দেখা হবে। প্রত্যাশিত ফলাফল না হলে হতদ্যোম হওয়াটা স্বাভাবিক। কিন্তু দলীয় কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। ২০১৫ সালের তুলনায় আসন বেড়েছে বিজেপির।

উল্লেখ করা যেতে পারে, এখনও পর্যন্ত যা অবস্থা তাতে ৬২ আসনে এগিয়ে আপ। মাত্র ৮টিতে লিড বিজেপির।