নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি ঃ পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রথম ত্রি-বার্ষিকী সম্মেলন রবিবার সুকান্ত অ্যাকাদেমীতে অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যীষ্ণু দেববর্মা৷
পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিএমএস নামে ট্রেড ইউনিয়ন রাষ্ট্রগঠনের কথা বলে৷ আমরা আগে ভাবতাম ট্রেড উইনিয়ন মানেই নিজেদের দাবি দাওয়া আদায় করার সংগঠন, রাষ্ট্র গঠনের চিন্তাধারা ট্রেড ইউনিয়নের প্রয়োজন নেই৷ কিন্তু সেই ধ্যান ধারনার পরিবর্তন ঘটিয়েছে বিএমএস৷ তিনি অন্যান্য কয়েকটি ট্রেড ইউনিয়নের কাজ কর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, রাষ্ট্রবাদী সরকার জানে রাজ্যকে সঠিক পথে পরিচালিত করতে হলে সরকারী কর্মচারীদের প্রতি ন্যায় বিচার করতে হবে৷
উপমুখ্যমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে৷ এসব পরিকল্পনা বাস্তবায়ন করে কর্মচারীরা৷ বিদ্যুৎ নিগমের কর্মচারীদের সার্ভিস রুলস তৈরীর পক্ষে অভিমত ব্যক্ত করেন তিনি৷ একই তৈরীর স্বপক্ষে অভিমত ব্যক্ত করেন তিনি৷ একই সাথে নিজেদের দায়ি দায়িত্ব সঠিকভাবে পালন করতে আহ্বান জানান তিনি৷ কর্মচারীদের প্রতি সরকার সহানুভূতিশীল চলে জানা তিনি৷ বিগত দুর্গাপূজার সময় বিদ্যুৎ নিগমকর্মীরা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা পরিচালনা করায় তাদের ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী৷ শ্রমিক কর্মচারীদের অংশগ্রহণ ব্যাতিত কোন কাজেই সাফল্য পাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি৷ সমাজ এবং সরকার একসঙ্গে কাজ করলেই সাফল্য আসবে বলেও তিনি দৃঢ়তার সঙ্গে অভিমত ব্যক্ত করেন৷
কর্মচারীদের দাবি দাওয়ার সঙ্গে সহমত পোষণ করে উপমুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ক্ষেত্র থেকে আয় বাড়ানোর দায়িত্ব নিতে হবে নিগমের কর্মীদের৷ তখনই সমন্বয় সাধিত হবে৷ সেই বিশ্বাস নিয়েই বর্তমান সরকার কাজ করে বলেও তিনি উল্লেখ করেন৷

