করোনাভাইরাস রোধে ১,৮১৮ বিমানের যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে : হর্ষবর্ধন

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাস রোধে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এখনও পর্যন্ত ১৮১৮ বিমানের ১৯৭১৯২ যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার করোনাভাইরাস রোধ সম্পর্কে বলতে গিয়ে হর্ষবর্ধন জানিয়েছেন, দেশের ১২টি বড় বন্দর এবং অন্যান্য ছোট বন্দরে নোঙর ফেলা জাহাজগুলির যাত্রী এবং নাবিকদের স্ক্রিনিং করা হয়েছে। করোনার লক্ষণ থাকলে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সদর্থক স্ক্রিনিংয়ের জন্য প্রতিটি বিমানবন্দরে চিকিৎসকের দল রাখা হয়েছে। এমনকি আইসোলেশনের জন্য বিমানবন্দরের পার্শ্ববর্তী হাসপাতালগুলিকে তৈরি রাখা হয়েছে।

প্রতিবেশী দেশ নেপালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে হর্ষবর্ধন জানিয়েছেন, নেপাল সীমান্তে প্রতিটি চেকপোস্টে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নেপাল লাগোয়া সীমান্তবর্তী গ্রামগুলিকেও জনসচেতনতার কাজ চালানো হচ্ছে।