নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের ট্যুইটের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কেজরিওয়ালকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করলেন তিনি।
বিতর্কের সূত্রপাত একটি ট্যুইটকে ঘিরে যেখানে তিনি দাবি করেছিলেন যে নিজের পুরুষসঙ্গীর সঙ্গে পরামর্শ করেই ভোট দেওয়া উচিত মহিলাদের। এরপরেই দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দায় সরব হয়ে পাল্টা ট্যুইট করে স্মৃতি ইরানি জানিয়েছেন, কেজরিওয়াল আদপে নারী বিদ্বেষী। মহিলারা নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে সক্ষম, তা মানেন না কেজরিওয়াল। কেন্দ্রীয়মন্ত্রী পাল্টা আপ সুপ্রিমোকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, ‘কি ভাবে ভোট দিতে হবে, তা কি নিজের পুরুষসঙ্গীকে জিজ্ঞাসা করবে মহিলারা?’
উল্লেখ করা যেতে পারে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দিল্লিতে ভোটগ্রহণ। এর মধ্যে দুই দলের ট্যুইটবার্তায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এদিন সকালের ট্যুইটবার্তায় অরবিন্দ কেজরিওয়াল লিখেছিলেন, মহিলারা অবশ্যই ভোটগ্রহণে যোগ দেবেন। যে ভাবে পরিবারের দায়িত্ব মহিলারা নিজেদের কাঁধে তুলে নেন, ঠিক তেমনি দিল্লি তথা দেশের দায়িত্ব নিতে হবে। সেই জন্য নিজের পুরুষসঙ্গীকে নিয়ে ভোট দিতে যাওয়া উচিত মহিলাদের। ভোট দেওয়ার আগে নিজের পুরুষসঙ্গীর সঙ্গে পরামর্শ করা উচিত।