শিক্ষক বদলীর প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের অতিরিক্ত শিক্ষক থাকার পরও শিক্ষক বদলির প্রতিবাদে দফায় দফায় আগরতলা বামুটিয়া সড়ক অবরোধে সামিল হল বামুটিয়াস্থিত বিনোদিনী গার্লস হাই সুকলের ছাত্রীরা৷


ঘটনার বিবরণে জানা যায় বিদ্যালয়ের শিক্ষক গোপাল দাস সম্প্রতি ধলাই জেলায় বদলি হয়েছেন৷তারই প্রতিবাদে এদিন সকালে আগরতলা বামুটিয়া সড়কের আমতলী এলাকায় সড়ক অবরোধে বসে ছাত্রীরা৷সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়৷ কিন্তু দুপুরে ফের বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধে সামিল হয় বিদ্যালয়ের ছাত্রীরা৷


বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ শিক্ষক গোপাল দাস পাঠ দানেরপাশাপাশি খেলা ধুলার দিকটিও দেখেন৷ তাই তারা গোপাল দাসের বদলির প্রতিবাদে সকলে সড়ক অবরোধে সামিল হয়েছিল৷ কিন্তু তাদেরকে পুলিশ জোর পূর্বক সড়ক অবরোধ প্রত্যাহার করতে বাধ্য করেছে৷ তাই তারা ফের সড়ক অবরোধে সামিল হয়েছে৷ তাদের দাবি শিক্ষক গোপাল দাসকে অন্যত্র বদলি করা যাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *