নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি ৷৷ আরকেনগরস্থিত ভেটেরিনারী কলেজে বুধবার থেকে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ আরকেনগরস্থিত ভেটেরিনারী কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই নিজেদেরকে আঁকড়ে রাখলে চলবে না৷
প্রত্যেককে সুস্থ ও সবল থাকার জন্য শরীরচর্চা ও খেলাধূলায় মনোযোগী হতে হবে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, সুস্থ মন সুস্বাস্থ্যের প্রধান লক্ষণ৷ সুস্বাস্থ্যই যুব সমাজকে দেশ গঠনের কাজে এগিয়ে নিয়ে যায়৷ সে কারণেই সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা এবং খেলাধূলা প্রয়োজন৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে শরীরচর্চার উপর গুরুত্বারোপ করেছেন৷ প্রত্যেক ছাত্রছাত্রী ও যুবক যুবতীকে সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা আরও বলেন, দেশকে উন্নয়নের শিখরে এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজ সহ সুস্থ মানসিকতা সম্পন্ন প্রত্যেককে আরও দায়িত্বশীল হতে হবে৷ দায়িত্বশীল নাগরিকরাই দেশকে সঠিক পথে পরিচালিত করতে সরকারকে সর্বাত্মক সাহায্য করতে পারে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে গড়ে উঠা ভেটেরিনারী কলেজ একদিকে যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অন্যতম পীঠস্থান, তেমনি প্রাণী সম্পদ রক্ষার ক্ষেত্রে তাদেরকেও দায়িত্বশীল হতে হবে৷ আমাদের রাজ্যকে খাদ্যের স্বয়ম্ভর করে তোলার জন্য ধান, সবজি, শষ্য দানা সহ অন্যান্য চাষের পাশাপাশি দুগ্দ উৎপাদন, পশুপালন ইত্যাদির উপরও গুরুত্ব দিতে হবে৷ দুগ্দ উৎপাদন ও পশুপালনে গুরুত্ব দিতে হলে চিকিৎসক প্রয়োজন৷ ভেটেরিনারী কলেজে পাঠরতরাই আগামীদিনের চিকিৎসক৷ তাদেরকে এক্ষেত্রে দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ ভেটেরিনারী কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে দপ্তরের মন্ত্রীকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়৷