নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার৷ বিভিন্ন সরকারি গাড়ির চালক নিয়োগ প্রক্রিয়া বাতিলের রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র৷ তিন মাসের মধ্যে মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ তাতে, বাকি চাকরি প্রাপকদেরও চাকরির পথ প্রশস্ত হয়েছে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ৷
মঙ্গলবার পুরুষোত্তমবাবু বলেন, ২০১৭ সালের জুন মাসে তদানীন্তন বামফ্রন্ট সরকার পরিবহণ দফতরের উদ্যোগে বিভিন্ন সরকারি দফতরে গ্রুপ-সি পদে চালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল৷ মেধার ভিত্তিতে বাছাই করার পর ৫০০ জনের একটি প্যানেল তৈরি করে পূর্বতন সরকার৷ ওই প্যানেল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৪০ জনকে অফার দেওয়া হয়েছিল৷ কিন্তু, রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর নতুন নিয়োগ নীতির সাফাই দিয়ে চালক পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়৷ তিনি বলেন, তাঁদের মধ্যে ২৬ জন ২০১৮ সালের ২৬ জুন রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন৷ আজ ত্রিপুরা হাইকোর্ট রায় ঘোষণা দিয়েছে৷
পুরুষোত্তম রায়বর্মণ বলেন, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র আজ ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন৷ সাথে বলেছেন, নতুন নিয়োগ নীতির জন্য পুরোনো নিয়োগ নীতি অনুযায়ী শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না৷ পুরুষোত্তমবাবু বলেন, ওই ২৬ জন মামলাকারীদের আগামী ৩ মাসের মধ্যে চাকরি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত৷ তাতে, চালক পদে বাকি চাকরি প্রাপকদেরও চাকরির পথ প্রশস্ত হয়ে গেল, মন্তব্য করেন তিনি৷
আদালতের রায়ে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন জনৈক মামলাকারী সত্যরাম শীল৷ তিনি বলেন, নতুন সরকার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার পর একাধিকবার প্রশাসনের দরজায় গিয়েছি৷ মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন জানিয়েছিলাম৷ কিন্তু, কোনও ফল মিলেনি৷ তাই বাধ্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম৷

