নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ নেশা বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য লাভ করছে অসমের প্রতিবেশী ত্রিপুরার পুলিশ প্রশাসন৷ গোপন তথ্যের ভিওিতে প্রায় দশ লক্ষ টাকার নেশার কফ সিরাপ উদ্ধার করেছে উত্তর ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ৷ একই সঙ্গে নেশাদ্রব্যবাহী ট্রাকের চালককেও আটক করা হয়েছে৷
মঙ্গলবার সকালে পানিসাগর থানার পুলিশ অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে যখন রুটিন তল্লাশি চালাচ্ছিল তখন গুয়াহাটি থেকে এনএল ০১ এবি ৩৩৬৩ নম্বরের বারো চাকার সিমেন্ট বোঝাই একটি লরিকে আটকে সন্দেহের বশে তাতে তালাশি চালান অভিযানকারী পুলিশকর্মীরা৷ লরির বিভিন্ন গোপন স্থান এবং সিমেন্টের ব্যাগের নীচে তালাশি চালিয়ে উদ্ধার করা হয় নেশার এসকাফ ব্র্যান্ডের কফ সিরাপ ভরতি প্লাস্টিকে মোড়া বেশ কয়েকটি বড় বড় প্যাকেট৷ এগুলি থেকে ৪,৮০০ শিশি কফ সিরাপ উদ্ধার করেছেন পুলিশের লোকজন৷ পুলিশ অফিসার জানান, উদ্ধারকৃত কফ সিরাপগুলির বাজারমূল্য দশ লক্ষ টাকার বেশি হবে৷
এদিকে নেশার কফ সিরাপ পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক আমবাসার চান্দ্রাইছড়া গ্রামের জনৈক দীলিপ কন্দের ছেলে ললিত কন্দ (২৮)-কে৷ পুলিশি জেরায় ধৃত ললিত নাকি জানিয়েছে, গাড়ির মালিককে না জানিয়ে গুয়াহাটি থেকে কফ সিরাপগুলি সে ট্রাকে বোঝাই করে আগরতলার উদ্দেশে রওয়ানা হয়েছিল৷ তার স্বীকারোক্তির ভিত্তিতে পানিসাগর থানায় ০৯/২০২০ নম্বরে এডিপিএস-এর ধারায় ললিত কন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷

