নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ভারত-বাংলাদেশের জেলাশাসক এবং জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন স্তরের দ্বিপাক্ষিক বৈঠক আগামীকাল (বুধবার) আগরতলায় অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে ত্রিপুরার খোয়াই, সিপাহিজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলা এবং বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভিবাজার ও হবিগঞ্জ জেলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন৷ এছাড়া, বিএসএফ এবং বিজিবি-ও ওই বৈঠকে অংশ নেবে৷ মঙ্গলবার আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে কুমিল্লার জেলাশাসক আবুল ফজল মির-এর নেতৃত্বে ৩৩ সদস্যের এক প্রতিনিধি দল আগরতলায় এসেছেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে তাঁদের অভ্যর্থনা জানিয়েছেন৷ ইতিপূর্বে গত ২৭ মে দুই দেশের মধ্যে সর্বশেষ জেলাশাসক এবং জেলা প্রশাসক স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷
প্রসঙ্গত, সীমান্ত সমস্যা এবং মানব ও মাদক পাচার সংক্রান্ত বিষয়ে কিছুদিন অন্তর দুই দেশের জেলা প্রশাসন স্তরের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ আগামীকাল দুই দেশের জেলা প্রশাসনের মধ্যে ক্লাস্টার ৫-এর বৈঠক অনুষ্ঠিত হবে আগরতলায়৷ সকাল সাড়ে ৯-টায় প্রস্তাবিত বৈঠক আগরতলা রাজ্য অতিথিশালায় শুরু হবে৷
এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে জানান, আজ আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের চার জেলার অধিকারিকস্তরের ৩৩ সদস্যের এক প্রতিনিধি দল আগরতলায় এসে পৌঁছেছে৷ কুমিল্লার জেলাশাসক মোহম্মদ আবুল ফজল মির ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন৷ এছাড়া রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলাশাসক হায়াত-উদ-দৌলা খান, মৌলভিবাজারের জেলাশাসক নাজিয়া শিরিন এবং হবিগঞ্জের জেলাশাসক মোহাম্মদ কামরুল হাসান-সহ জেলা প্রশাসন ও বিজিবি-র অন্যান্য আধিকারিকরা৷ তিনি বলেন, খোয়াইয়ের জেলাশাসক স্মিতা মল এম. এস. এবং সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়া-সহ তিন জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন৷ এছাড়া তিন জেলার পুলিশ সুপার ওই বৈঠকে থাকবেন, জানান তিনি৷
পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কথায়, আগামীকাল ক্লাস্টার ৫-এর প্রতিনিধিরা ওই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন৷ দ্বিপাক্ষিক ওই বৈঠকে মানব ও মাদক পাচার, সীমান্ত অপরাধ, অপরাধী বিনিময় ইত্যাদি বিষয়গুলি প্রাধান্য পাবে৷ তিনি বলেন, ওই সমস্যাগুলি মোকাবিলায় দুই দেশ একজোট হয়ে কাজ করার রূপরেখা চূড়ান্ত করেবে৷ বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিরা পরশু ফিরে যাবেন৷
ওই বৈঠক নিয়ে কুমিল্লার জেলাশাসক মোহম্মদ আবুল ফজল মির বলেন, মূলত সীমান্তবর্তী সমস্যাগুলি সমাধানের বিষয়ে আলোচনা হবে৷ তাতে মাদক পাচার রোধ এবং সীমান্ত পিলার নিয়ে কিছু সমস্যা-সহ বিস্তারিত আলোচনা হবে৷
আগামীকালের বৈঠকে বিজিবি এবং বিএসএফ নিজেদের মধ্যে সমস্যাগুলি নিয়ে মতবিনিময় করবে৷ সেক্ষত্রে দুই দেশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও চর্চা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে, আগামী পরশু উদয়পুরে ক্লাস্টার ৬-এর বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে বাংলাদেশের কুমিল্লা, ফেনি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলা প্রশাসন অংশ নেবে৷ ত্রিপুরার গোমতি, সিপাহিজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন বৈঠকে উপস্থিত থাকবে৷ কুমিল্লার জেলাশাসক মোহম্মদ আবুল ফজল মিরই আগামী পরশু বাংলাদেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন৷ ফেনি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা ওই বৈঠকে অংশ নেওয়ার জন্য আগামীকাল বিলোনিয়া দিয়ে ত্রিপুরায় প্রবেশ করবেন৷
প্রসঙ্গত, গত ২৭ মে সর্বশেষ দুই দেশের জেলাস্তরের আধিকারিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ক্লাস্টার ৪-এর ওই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল৷ ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে আগামীকাল ও আগামী পরশুর বৈঠকে সে সব পর্যালোচনা করা হবে৷

