কুল্লু, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : এক ইজরায়েলি নাগরিকের কাছ থেকে ২.৫ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কুল্লু জেলায়। শাউল বরভ নামে বছর ৪২-এর ওই ইজরায়েলি নাগরিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি জেরুজালেমের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে রবিবার রাতে টিসিপি বাজাউরা চেকপোস্টের তল্লাশি চলাকালীন মানালি থেকে দিল্লিগামী বেসরকারি ভলবো বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ২.৫ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে ওই আড়াই কিলোগ্রাম গাঁজা নিয়ে শাউল বারাণসীর দিকে যাচ্ছিল। এর পেছনে কোনও বড় মাদকচক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বাজারে এই গাঁজার দাম প্রায় লক্ষাধিক টাকা।