দেবরের হাতে আক্রান্ত বৌদি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দেওরের হাতে আক্রান্ত বৌদি৷ একই সঙ্গে আক্রান্ত ভাইঝি৷ ঘটনা বৃহস্পতিবার বনকুমারী কুমাড়পারায়৷ বর্তমানে জিবিতে চিকিৎসাধীন বৌদি অনিতা রুদ্রপাল ও তাঁর মেয়ে দীপশিখা রুদ্রপাল৷ এই ঘটনায় আইনের দারস্থ পরিবারটি৷


জানা যায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এদিন বচসায় লিপ্ত হয় দেওর ও বৌদি৷ অভিযোগ এর পরেই বৌদি ও ভাইঝির উপর আক্রমণ করে দেওয়র শিবু রুদ্রপাল৷ তাঁর আক্রমণে মাথা ফেটে যায় অনিতা রুদ্রপালের৷ আহত হয় ভাইঝি দীপশিখা৷ খবর পেয়ে ছুটে যায় আক্রান্ত মহিলার ছেলে ও ভাই৷ তাদের উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তাদের জিবিতে স্থানান্তর করা হয়৷ আক্রান্ত মহিলার স্বামী শৈলেন রুদ্রপাল সেই সময় বাড়িতে ঘুমচ্ছিলেন৷ তবে কিসের থেকে এই ঘটনা তা স্পষ্ট নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *