নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): সামনেই দিল্লিতে ভোট। দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৮ ফেব্রুয়ারি। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৮৪টি বেআইনি অস্ত্র। ৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে তিনটি হিংসার ঘটনা ঘটেছে, দিল্লি পুলিশের আইন অনুযায়ী ৯৬৩৫৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬০০১ জনের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিং। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিং জানিয়েছেন, ৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে তিনটি হিংসার ঘটনা ঘটেছে, জমা পড়েছে ৫৫৯২টি লাইসেন্স অস্ত্র। দিল্লি পুলিশের আইন অনুযায়ী ৯৬৩৫৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬০০১ জনের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
রণবীর সিং আরও জানিয়েছেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৮০৮টি এফআইআর দায়ের করা হয়েছে এবং আবগারি আইন অনুযায়ী ৮১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোটের বাজারে টাকাও উড়েছে দিল্লিতে। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিং জানিয়েছেন, হিসাবহিন ৭.৯১ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।