নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ বিয়ের ৬ মাসের মধ্যেই পনের দায়ে গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করেছে নিষ্ঠুর স্বামী৷ নিহত গৃহবধূর নাম দীপা দাস৷ বাবার নাম নিখিল দাস, বাড়ি দক্ষিণ রামনগর৷ স্বামীর নাম পিন্টু সরকার৷ বাড়ি নারায়ণপুর৷
গত ২৭ জানুয়ারি রাতে গায়ে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করে স্বামী৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ ২৮ জানুয়ারি মৃত্যু হয় দীপার৷ এ ব্যাপারে দীপার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে৷ পনের দায়েই এই হত্যাকাণ্ড বলে জানা গেছে৷