অসমের অখণ্ডতা নিয়ে শঙ্কার অবকাশ নেই, শোণিতপুরের কোনও গ্রাম অন্তৰ্ভুক্ত হবে না প্রস্তাবিত বডোল্যান্ড ইউটিসিতে : হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি.স.) : অসমের অখণ্ডতা নিয়ে কোনও শঙ্কার অবকাশ নেই, দৃঢ়তার সঙ্গে বলেছেন রাজ্যের অর্থ, স্বাস্থ্য, পূর্ত ও শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। শনিবার জনতা ভবনের সি ব্লকে শিক্ষা সংক্রান্ত আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক জিজ্ঞাসার উত্তর দিতে এই কথা জানিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব।

মূলত, অসমের অন্যতম জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বডোল্যান্ড (এনডিএফবি)-এর বিচ্ছিন্ন চার গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। বড়ো শান্তি চুক্তি অনুযায়ী বড়োল্যান্ডকে কেন্দ্ৰীয়শাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি কাউন্সিল (ইউটিসি) হিসেবে ঘোষণা করা হবে। তবে ইউটিসি গঠিত হলে এর ভৌগলিক এলাকার পরিবর্তনও হতে পারে বলে কোনও কোনও মহল থেকে এক খবর চাউর করা হয়েছে। বলা হচ্ছে, প্ৰস্তাবিত ইউটিসিতে বর্তমান বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এ তিনটি জেলা অন্তৰ্ভুক্ত হবে। এছাড়া কোকরাঝাড় জেলাকে দুভাগে বিভক্ত করে গঠিত হবে কোকরাঝাড় এবং গোসাইগাঁও। সেভাবে বাকসাকে বিভক্ত করে বাকসা এবং মানস, ওদালগুড়ি থেকে কেটে নেওয়া হতে পারে ভেড়াগাঁওকে। অন্যদিকে, শোণিতপুর, বিশ্বনাথ এবং লখিমপুর থেকেও নয়া দুই জেলা বের করার কথা। সে অনুযায়ী নতুন দুটি জেলার নাম হতে পারে মইনশ্ৰী এবং হোলঙি। শোণিতপুর, বিশ্বনাথ এবং লখিমপুরকে টুকরো করে কিছু এলাকা প্রস্তাবিত ইউটিসি-র অন্তর্ভুক্ত করা হবে বলে এক খবর চাউর হলে এ নিয়ে ইতিমধ্যে অসমের বিভিন্ন এলাকায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রক্ষিতে আজ মন্ত্রীর কাছে এই খবরের সত্যতা জানতে চাওয়া হয়েছিল।

মন্ত্রী স্পষ্ট বলেন, বড়ো চুক্তির মাধ্যমে বড়ো কেন্দ্ৰশাসিত পরিষদে (ইউটিসি) বিদ্যমান কোনও নতুন জেলা বা গ্রাম অন্তৰ্ভুক্ত করার প্রস্তাব নেই। জোরের সঙ্গে বলেন, অসমের অখণ্ডতা রক্ষায় সর্বাধিক গুরুত্ব দেবে বর্তমান সরকার। মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ অসমের জনসাধারণের ক্ষতি হবে এমন কোনও চুক্তি করতে পারেন না বা ভবিষ্যতেও করবেন না। নাগরিকত্ব (সংশোধনী) আইনকে নিয়ে রাজ্যবাসীকে যেমন বার বার শঙ্কিত হতে বারণ করেছেন, একইভাবে আজও বড়ো চুক্তিকে আতঙ্কিত, শঙ্কিত না হওয়ার উদাত্ত আহ্বান জানায়েছেন তিনি।

তাঁর পরিষ্কার বক্তব্য, “ভারত সরকার ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে, এই চুক্তি অসমের অখণ্ডতাকে সম্মান করে স্বাক্ষরিত হবে। তাছাড়া এই চুক্তিতে বৰ্তমান কোনও নতুন গ্রাম বা কোনও নতুন অঞ্চল সন্নিবিষ্ট করার প্ৰস্তাব রাখা হয়নি। তাই আমি অসমের জনসাধারণ, বিশেষ করে অবিভক্ত শোণিতপুর জেলার মানুষকে আতংকিত না হতে অনুরোধ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *