হাফলং (অসম), ২৫ জানুয়ারি (হি.স.) : উগ্রপন্থী সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র ডাকা ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং জেলা বনধ-এর ব্যাপক প্রভাব পড়েছে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে। তবে কারবি আংলং জেলায় আহূত বনধ-এর প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে।
এদিকে ডিএনএলএ উগ্রপন্থী সংগঠন আহূত ২৪ ঘণ্টার ফলে ডিমা হাসাও জেলার জনজীবন শনিবার সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। পাহাড়ি জেলার সদর শহর হাফলং, মহকুমা সদর মাইবাং, মাহুর, হারাঙ্গাজাও, লাংটিং, হাতিখালি, উমরাংসো প্রভৃতি এলাকায় শনিবার বনধ ছিল সর্বাত্মক ও শান্তিপূর্ণ। বনধকে কেন্দ্র করে জেলার কোনও জায়গা থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
বনধের জেরে শৈলশহর হাফলঙে শনিবার বাজারহাট, দোকানপাট, স্কুল কলেজ থেকে শুরু সব ধরনের প্রতিষ্ঠান ছিল বন্ধ। শহরে কোনও ধরনের যানবাহন চলাচল করেনি। এমন-কি হাফলং থেকে কোনও দূরপাল্লার যানবাহনও চলাচল করেনি আজ। তবে পাহাড় লাইনে রেল চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক।
উল্লেখ্য ডিমা হাসাও জেলার ভূমি বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্ত হওয়ার এক খবর প্রকাশিত হওয়ার পর ২০১৮ সালের ২৫ জানুয়ারি ডিমা হাসাও জেলার বিভিন্ন দল সংগঠন প্রতিবাদী হয়ে উঠেছিলেন। ওইদিন ২৫ জানুয়ারি মাইবাং রেল স্টেশনে হাজার হাজার জনতা আন্দোলনমুখী হয়ে উঠে রেল অবরোধ গড়ে তুলেছিলেন। সেদিনই আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি চালোনার ঘটনায় প্রবান্ত হাকমুকসা ও মিঠুন ডিব্রাগেডে নামের দুই ডিমাসা যুবক নিহত হয়েছিল। তার পর থেকে প্রতিবছর ২৫ জানুয়ারির অভিশপ্ত দিনটিকে ডিমাসা জনগোষ্ঠীর প্রধান সংগঠন জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, ডিমাসা মাদারস অ্যাসোসিয়েশন, ডিমাসা উইমেন সোসাইটি কালো দিবস হিসেবে পালন করে আসছে। শনিবার হাফলং ও মাইবাঙে বিভিন্ন দল ও সংগঠন সন্ধ্যায় মশাল মিছিল বের করে।
এদিকে ২৫ জানুয়ারি দিনটিকে ডিমাসা শহিদ দিবস হিসেবে ঘোষণা করে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং জেলা বনধ-এর ডাক দিয়েছিল। যার প্রভাব ডিমা হাসাও জেলার সর্বত্র পরিলক্ষিত হয় শনিবার।
এছাড়া ডিএনএলএ জঙ্গি সংগঠন ডিমা হাসাও জেলায় ডিটেনশন সেন্টার স্থাপনের সরকারি সিদ্ধান্ত ও ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতরাজ প্রবর্তন-সহ নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করেছে। অন্যদিকে ৭১-তম প্রজাতন্ত্র দিবস বর্জনের ডাক দিয়ে উত্তর পূর্বাঞ্চলের ছয়টি জঙ্গি সংগঠন এনএইচএলসি, কেওয়াইকেএল, কেসিপি, এনএলএফটি, কেএলও, পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল অব কারবি লংরিং (পিডিসিকে) ২৬ জানুয়ারি রবিবার সকাল ৬-টা থেকে বিকেল ৬-টা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চল বনধের ডাক দিয়েছে। এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে ছয়টি সংগঠনের পক্ষ থেকে।