আগরতলা, ২২ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরোধিতা করে অসম ও ত্রিপুরার আবেদনগুলি পৃথকভাবে শুনানি গ্রহণ করবে সুপ্রিমকোর্ট| এতে আশার আলো দেখছেন আবেদনকারীরা| ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন, সুপ্রিমকোর্ট আমাদের আবেদনের স্বপক্ষে যুক্তি গ্রহণ করেছে| তাই উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত আবেদন একত্রিত করে শুনানি গ্রহণ করবে|
এদিকে রাজপরিবারের সদস্য প্রদ্যুৎকিশোর দেববর্মণ-এর কথায়, আমাদের প্রদত্ত প্রমাণ ও যুক্তিতে সম্মত হয়েছে সুপ্রিমকোর্ট, ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা রয়েছে তা বুঝতে পেরেছে আদালত| শুধু তা-ই নয়, ওই আইন কার্যকর হলে ইন্দিরা-মুজিব চুক্তি এবং অসম চুক্তি লঙ্ঘন করা হবে, দাবি করেছেন প্রদ্যুৎকিশোর|
বুধবার জিতেন্দ্র চৌধুরী বলেন, সুপ্রিমকোর্ট আমাদের আবেদন বুঝতে পেরেছে, কিন্ত ওই আইনে স্থগিতাদেশ জারি করলে আরও ভালো হত| তাঁর কথায়, আইনটি কার্যকর হলে উত্তর-পূর্বাঞ্চলে ইন্দিরা-মুজিব চুক্তি এবং অসম চুক্তি লঙ্ঘিত হবে| সুপ্রিমকোর্ট তা গ্রহণ করেছে| তাই আইনটি কার্যকরে স্থগিতাদেশ জারি হোক, আবেদন জানানো হয়েছিল| কিন্ত সুপ্রিম কোর্ট বলেছে, এখনই স্থগিতাদেশ জারি করার প্রয়োজন নেই| কেন্দ্রীয় সরকারকে জবাব দেওয়ার জন্য নোটিশ পাঠানো হবে| তবে কেন্দ্র যদি তড়িঘড়ি আইনটি কার্যকর করতে চায় তা-হলে বিষয়টি আদালতের নজরে আনবেন, জানান তিনি|
ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎকিশোর দেববর্মণ সুপ্রিমকোর্টের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন| তাঁর কথায়, ত্রিপুরায় অনুপ্রবেশের প্রমাণ দেওয়া হয়েছে আদালতে| তাছাড়া, এই আইন সংবিধানের মূল ভিত্তিকে আঘাত করেছে, সেই যুক্তিও তুলে ধরা হয়েছে| তিনি বলেন, আমি হিন্দুদের বিরুদ্ধে নই, কিন্ত আমাদের নিরাপত্তা চাই|