সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি, দাবি রাজনাথের

মেরঠ, ২২ জানুয়ারি (হি.স.) : সিএএ, এনপিআর, এনআরসি নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অযথা মুসলমানদের দেশছাড়া করার ভয় দেখান হচ্ছে। যা মোটেও সত্য নয়। কেন্দ্রীয় সরকার সকলকে সঙ্গে নিয়ে চলতে চায়। দেশের কোনও মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস কারও নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার উত্তরপ্রদেশের মেরঠের জন জাগরণ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, এনআরসিকে বিজেপি নিয়ে আসেনি। স্বাধীনতার পর থেকেই বিষয়টি চর্চার মধ্যে ছিল। অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী সঙ্গে বিষয়টি আলোচনা করেছিলেন রাজীব গান্ধী। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান হচ্ছে ইসলামিক রাষ্ট্র। সেখানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিষ্টানদের উপর নিপীড়ন হচ্ছে। মুসলমানদের উপর হচ্ছে না। সেই কারণে সিএএ একান্ত ভাবে জরুরি। ধর্মের কারণে পাকিস্তান ও বাংলাদেশে যে সকল সংখ্যালঘু মানুষ নিপীড়িত হয়ে চলেছে, তাদের সিংহভাগ দলিত। সেই সকল নিপীড়িতদের নাগরিকত্ব দেওয়াটা ভারতের কর্তব্য।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, তুড়ি মেরে ৩৭০ ধারা বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্র। এখন জম্মু ও কাশ্মীরে বিপুল পরিমাণে উন্নয়ন হবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে রাজনাথ সিং জানিয়েছেন, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের উন্নতিসাধন করার কাজ চলছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের গৌরব বৃদ্ধি পেয়েছে। গোটা বিশ্বে শ্রেষ্ঠ হওয়ার দিকে এগিয়ে চলেছে ভারত।