ত্রিপুরায় সিএএ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলেনি, হতাশ জয়েন্ট ফোরাম

আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলেনি। তাই নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতায় আন্দোলনের পথেই হাঁটবে উপজাতিভিত্তিক জয়েন্ট ফোরাম। ফোরামের সদস্য তথা আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মার কথায়, টানা ১০ দিন দিল্লিতে অপেক্ষা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায়নি। তাই আজ আমরা ত্রিপুরায় ফিরে এসেছি। এখন ত্রিপুরায় এই আইনের বিরোধিতা করে লাগাতার আন্দোলন করব আমরা।

জগদীশ দেববর্মা বলেন, ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনুরোধে নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় আন্দোলন স্থগিত রেখেছিলাম। গত ১২ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করবেন। কিন্তু অনেক সময় অতিক্রান্ত হলেও বৈঠক নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছিল না। তিনি বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সহযোগিতায় গত ৯ জানুয়ারি দিল্লিতে গিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের জন্য। কিন্তু তাঁর সাথে আমাদের সাক্ষাৎ হয়নি।

জগদীশবাবু বলেন, ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আমরা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করেছি। মাঝে ১৪ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রাও-এর সাথেও দেখা করেছি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলেনি। তাঁর কথায়, নাগরিকত্ব (সংশোধনী) আইন ত্রিপুরায় চালু হতে দেব না। এর জন্য আমাদের পুনরায় আন্দোলনের পথ বেছে নিতে হবে বলেই মনে হচ্ছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই আইন নিয়ে পথ বের করতে আমরা চেয়েছিলাম। কিন্তু রাজ্যের স্বার্থে এখন আমাদের এই আইনের বিরোধিতা করে রাস্তায় নামতেই হবে। তিনি বলেন, দিল্লি থেকে আজই (শনিবার) আমরা ফিরে এসেছি। শীঘ্রই সিএএ-র বিরোধিতায় আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *