আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : দুধের উৎপাদন বৃদ্ধি করে বহিঃরাজ্যের ডেয়ারি কোম্পানির সহায়তায় রাজ্যে শিল্প স্থাপনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সান্ত্বনা চাকমা শুক্রবার রাজ্য বিধানসভায় বিধায়ক সুশান্ত চৌধুরীর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন৷
এ সম্পর্কে বিধায়ক শংকর রায়ের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী চাকমা জানান, রাজ্যে বর্তমানে ক্রেতা সাধারণের কাছে দুধ বিক্রির জন্য একটি ডেয়ারি প্ল্যান্ট আছে৷ এছাড়া রাজ্য সরকার বেসরকারি ডেয়ারি কোম্পানির সহায়তায় উত্তর জেলার ধর্মনগরে গড়ে ওঠা ডেয়ারি উত্তরায়ন কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করেছে৷
একই সঙ্গে ধলাই জেলার কমলপুরে একটি বেসরকারি ডেয়ারি প্ল্যান্ট গড়ে উঠেছে৷ শীঘ্রই এই প্ল্যান্টের প্রক্রিয়াজাত দুগ্ধ বাজারজাত করার পরিকল্পনা নেওয়া হয়েছে জানান মন্ত্রী সান্ত্বনা৷ বিধায়ক সুদীপ রায়বর্মণের অন্য এক প্রশ্নের উত্তরে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী জানান, ত্রিপুরায় ৪,৫৬,৫৩০টি পরিবার পশুপালনের সঙ্গে যুক্ত এবং রাজ্যে দুগ্ধবতী গাভি রয়েছে ১,৮২,৭৬২টি৷ কেন্দ্রীয় সরকারের প্রকাশিত ২০-তম লাইভস্টক সেন্সাস (প্রভিশনাল) অনুযায়ী এই তথ্য দেওয়া হয়েছে৷ তিনি জানান, বর্তমানে গোমতি কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নকে ২,৪৬৪টি পরিবার দুধ সরবরাহ করে থাকে৷