ওয়াশিংটন, ১৮ জানুয়ারি (হি.স.): ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্স ফোর্সের কম্যান্ডার জেনারেল কাসেম সুলেইমানির মৃত্যুর পর থেকেই আমেরিকা-ইরান সম্পর্ক রীতিমতো তলানিতে ঠেকেছে। এমতাবস্থায় ইরানের নেতাদের প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন, ‘ইরানকে ফের শ্রেষ্ঠ করে তুলুন।’ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লিখেছেন, ‘ইরানের মহান মানুষ-যাঁরা আমেরিকাকে ভালবাসেন-তাঁদের এমন একটি সরকার প্রাপ্য, যা তাঁদের স্বপ্ন অর্জন সহায়তা করবে। ইরানকে ধ্বংসের দিকে পরিচালিত করার পরিবর্তে, নেতাদের উচিত সন্ত্রাস ত্যাগ করা এবং ইরানকে ফের শ্রেষ্ঠ উন্নীত করা!’
প্রসঙ্গত, ইরানের সুপ্রিম নেতা খামেনেই-এর একটি টুইটের প্রেক্ষিতে এই টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনেই টুইট করে লিখেছিলেন, ‘অসৎ মার্কিন সরকার বারবার বলেছে যে তাঁরা ইরানি জনগণের পাশে দাঁড়িয়ে আছে। তাঁরা মিথ্যা বলছে। ইরানি জনগণের পাশে দাঁড়িয়ে থাকার অর্থ বিষাক্ত ছুরি দিয়ে তাদের হৃদয়ে ছুরিকাঘাত করা। অবশ্যই, আপনি এখনও পর্যন্ত এটি করতে ব্যর্থ হয়েছেন, এবং আপনি অবশ্যই ব্যর্থ হতে থাকবেন।’