কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তোপ মায়াবতীর

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.) :  নিজের জন্মদিনে একযোগে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী।

এদিন লখনউতে সাংবাদিক সম্মেলনে মায়াবতী জানিয়েছেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কংগ্রেসের পথেই চলছে। কংগ্রেসের মতো বিজেপিও জনগণের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি। সরকারের ভ্রান্ত নীতি দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ডেকে এনেছে। দারিদ্রতা, বেকারত্ব, হিংসা, অরাজকতায় কংগ্রেস আমলের সময়কেও ছাড়িয়ে গিয়েছে। কংগ্রেসের আমল থেকেই যে দেশের অর্থনীতি খারাপ তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে নিজের জন্মদিনটিকে জনসেবা দিবস হিসেবে উদযাপন করার নির্দেশ দলীয় কর্মীদের দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *