নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রেক্ষিতে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ জারি রয়েছে| ঘটছে হিংসাত্মক ঘটনাও| এবার সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল সরকার| মঙ্গলবার সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে পিনারাই বিজয়ন সরকার জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংবিধানের ১৪, ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনকারী| তাই সংশোধিত নাগরিকত্ব আইনকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হোক| কেরল সরকার আরও জানিয়েছেন, সিএএ ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতিরও বিরুদ্ধে|
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে সিএএ বাতিলের প্রস্তাব পাশ করিয়ে নিয়েছিল পিনারাই বিজয়ন সরকার| মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, কেরলে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না তিনি| শুধুমাত্র কেরল সরকার নয়, সিএএ-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অনেকেই| প্রত্যেকের একটাই অনুরোধ, সিএএ-কে ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হোক|