বিহারে এনআরসি নয়, আশ্বাস নীতিশের

পাটনা, ১৩ জানুয়ারি (হি.স.) জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) কার্যকর করা হবে না বিহারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

সোমবার রাজ্যবাসীদের আশ্বস্ত করে নীতিশ বলেন, বিহারে এনআরসি জারি করার কোনও প্রশ্নই ওঠে না। অসমের জন্যই এই আইন তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বিষয়টি স্পষ্ট করেছেন।

২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশজুড়ে এনআরসি জারি করার কোনও আলোচনা কেন্দ্রীয় সরকারের মধ্যে হয়নি। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশেই অসমে এনআরসি কার্যকর করা হয়েছে।

অন্যদিকে এআরসি এবং সিএএ-র বিরোধিতা করার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন জেডি(ইউ)-র সহ-সভাপতি প্রশান্ত কিশোর। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন যে কোনও ভাবেই বিহারে সিএএ ও এনআরসি কার্যকর করা হবে।

রবিবার বিহারের প্রধান বিরোধী দল আরজেডি-র নেতা মনোজ ঝাঁ জানিয়েছেন যে কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নয়। সাধারণ মানুষ রাজপথে নেমে সিএএ বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। রাজপথে নামা সিএএ বিরোধী জনসমুদ্রকে দেখা উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *