নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : পদ ও প্রতিষ্ঠতার প্রতি আসক্তি এবং বিলাসিতা যে কোনও সংগঠনের পতনের কারণ হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত।
মঙ্গলবার রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ মোহন ভাগবত জানিয়েছেন, সংগঠনের নেতার যদি পদমর্যাদার প্রতি আসক্তি থাকে আর কর্মীরা যদিন নিজেদের আলস্য ও বিলাসে ডুবিয়ে রাখে। তবে সেই সংগঠনের পতন অনিবার্য। সুযোগ-সুবিধা ও রসদ যখন সহজ লভ্য তখন সতর্ক হওয়াটা একান্ত প্রয়োজন। চাহিদা অনুযায়ী রসদের ব্যবহার ও বণ্টন জরুরি। তা হলে রসদের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি পাবে। জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই সংগঠনের দ্রুত বিস্তার সাধন হয়। পদমর্যাদা, জয়জয়কার, দলের টিকিট সর্বোপরি গদির মোহে পড়ে থাকাটা উচিত নয়। স্বার্থের উপরে উঠে স্থির লক্ষ্যে এগিয়ে চলার নিরন্তন সাধনা করে যাওয়া উচিত।
মঙ্গলবার রাজধানী দিল্লিতে ভারতীয় কিষাণ সঙ্ঘের নবনির্মিত প্রধান কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ মোহন ভাগবত।