নিলাম হবে মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে গত বছর বাজেয়াপ্তকৃত ১৬ কোটি টাকার গরু

গুয়াহাটি, ১২ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন সময় বাজেয়াপ্তকৃত গরুগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ। গরুগুলির বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা হবে। এগুলি নিলাম করা হবে বলে জানা গেছে।

রাজ্যের বিভিন্ন সীমান্তে নানা সময় বাংলাদেশে পাচারের সময় গরুগুলি বিএসএফ বাজেয়াপ্ত করেছিল। কিন্তু গরুগুলি শিরপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিএসএফ-এর কাছে। কেননা, বিএসএফ কর্তৃক বাজেয়াপ্তকৃত গরু নিলামের অধিকার তাদের যেমন ছিল না, তেমন কাস্টমস দফতরেরও ছিল না। দেশের সৰ্বোচ্চ আদালতের ২০১৭ সালের এক নিৰ্দেশ অনুযায়ী পশুসম্পদ বিক্ৰি (প্রিভেনশন অব ক্রুয়েল্টি টু অ্যানিম্যালস রুলস ২০১৭, সংক্ষেপে পিসিএ) নিয়মের অধীনে নিলাম সম্পন্ন হওয়ার কথা। কিন্তু পিসিএ বিধির অধীনে কাসটম দফতরের কাছে এই কাজ করার কোনও অধিকার নেই।

বিএসএফ-এর মেঘালয় ফ্ৰন্টিয়ারের আইজি কুলদীপ সাইনি এই তথ্য দিয়ে জানান, রাজ্যের বিভিন্ন সীমান্তচৌকি এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ১,১০০টি গরু পাচারের হাত থেকে উদ্ধার করেছেন জওয়ানরা। গরুগুলির দেখাশোনা, তাদের খাওয়া-যত্ন ইত্যাদি বিএসএফকে করতে হচ্ছে, যা তাদের কাছে বিরাট অসুবিধাজনক। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নজরে নেওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে উদ্ভূত সমস্যার সমাধানে হস্তক্ষেপ করেছে, জানান সাইনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপে এবার বাজেয়াপ্তকৃত প্রায় ১৬ কোটি টাকার গরুগুলি নিলমের জন্য কাস্টমস বিভাগের কাছে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান আইজি কুলদীপ সাইনি। তবে এ ব্যাপারে কোনও বিজ্ঞপ্তি জারি করা না হলেও, উভয় পক্ষের বৈঠকে গৃহীত কার্যবিবরণী হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান তিনি।

বিএসএফ-এর আইজি বলেন, এর আগেও তাঁরা বাজেয়াপ্তকৃত গরুর নিলাম করার ক্ষেত্ৰে নিয়মাবলি বা বিধি সংশোধনের অনুরোধ জানিয়েছিলেন। এবার ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ধন্যবাদ জানান তিনি।

তিনি জানান, মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে চোরাই পথে পাচারের পথে ১৬ কোটি টাকার গরুগুলি বিএসএফ গত বছর, ২০১৯ সালে বাজেয়াপ্ত করেছিল। এগুলির মধ্যে নানা কারণে ১,০০০টির মৃত্যু হয়েছে সীমান্ত চৌকিগুলিতে। গরুগুলির কোনওটি রোগাক্রান্ত ছিল, নয়-তো চোরাপথে সীমান্তে ট্রাকে নিয়ে যাওয়ার সময় আঘাতপ্ৰাপ্ত হয়েছিল। গরু ছাড়াও আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে গত বছরে মোট ৩৬ কোটি টাকার চোরা-সামগ্ৰী বাজেয়াপ্ত করার পাশাপাশি ১৭৬ জন তস্করকে গ্রেফতার করা হয়েছে, জানান বিএসএফ-এর মেঘালয় ফ্ৰন্টিয়ারের আইজি কুলদীপ সাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *