আগরতলা, ১০ জানুয়ারি (হি. স.) : সরকারি চাকুরীর অপেক্ষায় বসে না থেকে স্বাবলম্বী হয়ে উঠুন। চাকুরীর পেছনে না দৌড়ে অন্যকে চাকুরী দেওয়ার ক্ষমতা রাখুন। শুক্রবার এইভাবেই স্বপ্ন ফেরি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, ত্রিপুরা সরকার ঋণ প্রদানে যথেষ্ট আন্তরিক। সে-ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্পে ঋণ গ্রহণের মাধ্যমে সম্ভাবনাময় ক্ষেত্রগুলি ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠুন। উৎসাহ দিয়ে বলেন তিনি।
মুখ্যমন্ত্রী অভিযোগ এনে বলেন, দীর্ঘ ২৫ বছর, শাসক ও শোষিতের ইতিহাস যারা শোনাতেন, তারাই সাধারণ শ্রমিকের কথা না ভেবে রাজনৈতিক স্বার্থে তা ব্যবহার করতেন। প্রসঙ্গত, তিনি একই ব্যক্তিকে অধিক সংখ্যায় অটোর পারমিট প্রদান সংক্রান্ত বিষয়টি উল্লেখ করতে গিয়ে -ভাবেই সিপিএমকে বিঁধেছেন। তাঁর দাবি, বর্তমান সময়ে শুধুমাত্র অটোচালক হলেই তাকে পারমিট দেয়া হচ্ছে। একজনকে অধিক পারমিট দেওয়ার প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে প্রকৃত অর্থেই যারা অটোচালক তারা সরকারের সুবিধা গ্রহণ করতে পারছেন এবং উপকৃত হচ্ছেন।
এদিন তিনি বলেন, ঋণ নেওয়ার আগে সম্ভাবনাময় ক্ষেত্রগুলি ভাল করে যাচাই করে নিন। তাতে, ঋণ নিয়ে সঠিক জায়গায় লগ্নি করে স্বনির্ভর হতে পারবেন। তাঁর দাবি, এখন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কমিশন প্রথা বন্ধ হয়ে গেছে। যোগ্য ব্যক্তি নির্দিষ্ট প্রকল্প দেখিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি থেকে সহজেই ঋণ নিতে পারছেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আজ বেশ কিছু ক্ষেত্রের উদাহরণ তুলে ধরেন। তাতে, প্রাধান্য দিয়েছে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার, ধূপকাঠির শলা ইত্যাদিকে। এদিন অনুষ্ঠান শেষে ২৫ জনকে ওবিসি কর্পোরেশনের ঋণে কেনা অটোরিকশা তুলে দেন তিনি।