ইন্টারনেট বাকস্বাধীনতার অংশ, যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনার নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): গণতন্ত্রে বাকস্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয়| ইন্টারনেটও বাকস্বাধীনতারই অংশ| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ার পর সুপ্রিম কোর্টে দায়ের হওয়া বিভিন্ন আবেদনের শুনানিতে শুক্রবার এমনই জানাল শীর্ষ আদালত| একইসঙ্গে ইন্টারনেট-সহ জম্মু ও কাশ্মীরে সমস্ত নিষেধাজ্ঞা নিয়ে জম্মু ও কাশ্মীর সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| সুপ্রিম কোর্ট এদিন বলেছে, ‘তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হল ইন্টারনেট| ইন্টারনেট মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ| সুতরাং ইন্টারনেট-সহ যাবতীয় নিষেধাজ্ঞা নিয়ে পর্যালোচনা করতে হবে সরকারকে|’ সুপ্রিম কোর্টের এদিনের রায়ে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ| শীর্ষ আদালতের রায়ের পরই গুলাম নবি আজাদ বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের প্রতিটি মানুষ এই রায়ের অপেক্ষায় ছিলেন| ভারত সরকারকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ২০১৯ সালের ৫ আগস্ট থেকে যাবতীয় নির্দেশ পাবলিশ করতে হবে| আদালত এটাও জানিয়ে দিয়েছে, ইন্টারনেট সম্পর্কিত কোনও নির্দেশ বিচারব্যবস্থার মধ্যেই পড়ে|’

জম্মু ও কাশ্মীরে কেন ইন্টারনেট-সহ অন্যান্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে সরকার, এ নিয়ে মামলা দায়ের করেছিলেন কাশ্মীর টাইমস-এর সম্পাদক অনুরাধা ভাসিন এবং কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ| শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি এবং বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়| শীর্ষ আদালত এদিন জানায়, ‘বহু হিংসার সাক্ষী থেকেছে কাশ্মীর| সুরক্ষা ইস্যুতে মানবাধিকার এবং স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করব আমরা|’ শীর্ষ আদালত জানায়, ‘গণতন্ত্রে বাকস্বাধীনতা নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয়| ইন্টারনেট মত প্রকাশের স্বাধীনতারই একটি অংশ|’ এরপরই জম্মু ও কাশ্মীর সরকারকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ইন্টারনেট-সহ জম্মু ও কাশ্মীরে সমস্ত নিষেধাজ্ঞা নিয়ে জম্মু ও কাশ্মীর সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে পর্যালোচনা করতে হবে| আইনজীবী সদন ফারাসাত জানিয়েছেন, শীর্ষ আদালত জানিয়েছে, সংবিধান অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখতে পারে না রাজ্য| এটি ক্ষমতার অপব্যবহার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *