বাজেট ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : এবার বাজেট প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | শুক্রবার তিনি টুইটারে মোদীকে আক্রমণ করে লেখেন, সরকারের বাজেট শুধু বড়লোকদের জন্য। শুধু ধনীদেরই বাজেট সংক্রান্ত আলোচনায় ডাকেন প্রধানমন্ত্রী।

আসন্ন বাজেট অধিবেশনের আগে এবার বাজেট প্রসঙ্গে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | আগামী ১ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট। তার আগে দেশের আর্থিক হাল ফেরাতে গত কয়েকদিনে অনেক অর্থনীতিবিদ, শীর্ষস্তরের শিল্পপতি, বিনিয়োগকারী, কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে পরপর ১২টি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই অবস্থায় শুক্রবার টুইটারে রাহুল গান্ধী মোদীর বাজেট বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন। ওই বৈঠকে টাটা, আম্বানি, আদানি থেকে বিড়লা পর্যন্ত সকলেই উপস্থিত। টুইটারে রাহুলের দাবি, মোদী সরকারের এই বাজেট স্যুট-বুটের বাজেট। প্রধানমন্ত্রী শুধু নিজের পুঁজিবাদী বন্ধু এবং দেশের সবচেয়ে ধনী শিল্পপতিদের নিয়ে বাজেট সংক্রান্ত বৃহত্তম বৈঠকটি করছেন। দেশের কৃষক, ছাত্র, যুবসমাজ, মহিলা, সরকারি কর্মী, আধা সরকারি কর্মী, ছোট ব্যবসায়ী, এবং মধ্যবিত্ত করদাতাদের মতামতের কোনও গুরুত্বই নেই।

উল্লেখ্য, এর আগেও কেন্দ্রের বিজেপি সরকারকে স্যুট-বুটের সরকার বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। বাজেটের আগে সেই সুর আরও চড়ালেন ওনাডের কংগ্রেস সাংসদ রাহুল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *