এনআরসি নিয়ে গান বাঁধলেন মমতা

কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): রাজনৈতিক জীবনে যখনই কোনও কিছুর প্রতিবাদ করেছেন তখনই প্রতিবাদ জানাতে নিজের কলমকে বেছে নিয়েছেন। প্রতিবাদের ভাষা হিসাবে এবারও তাই নিজের লেখা গানকেই অস্ত্র হিসাবে তুলে আনলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের লেখা সেই গান ফেসবুকে পোস্ট করতে গিয়ে মমতা লিখেছেন, ‘এ দেশের মাটি ঐক্যের, সংহতির, সম্প্রীতির। কেন্দ্রীয় সরকারের এনআরসি আর সিএএ দেশের একতার ঐতিহ্য-বিরোধী। বন্দুক, গুলি, আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়। এনআরসি আর সিএএ এর বিরুদ্ধে এই গানের কথা ও সুরে আমি আমার প্রতিবাদের ভাষা ব্যক্ত করলাম। গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন। যখন দেশ অন্ধকারে ঢেকে যায় মানুষের শিল্পীমনই খুঁজে দেয় আন্দোলনের ভাষা।’  

এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে গান বাঁধলেন তৃণমূল সুপ্রিমো। নিজের ফেসবুকে পেজে সেই গান পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় আসার পর বৃহস্পতিবার অধ্যক্ষের ঘরে সেই গান নিজের সতীর্থদের শুনিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই সেই গান ফেসবুকে পোস্ট করা হয়। গানটি গেয়েছেন রাজ্যের অপর এক মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে এখন চলছে প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ। প্রথম থেকেই এই আইনের বিরোধীতা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়মিত পদযাত্রা করছেন তিনি। কলকাতার পাশাপাশি সচেতবনতা তৈরি করতে জেলাতেও পৌঁছে যাচ্ছেন তিনি। এনআরসি নিয়ে ইতিমধ্যেই তিন চারটি কবিতাও লিখে ফেলেছেন মমতা। কিন্তু গান এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *