গাজিয়াবাদে বহুতল অ্যাপার্টমেন্টে আগুন, স্বামী ও স্ত্রী-সহ মৃত্যু ৩ জনের

গাজিয়াবাদ, ৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড| রুম হিটারের তার কোনওভাবে ধাতব বিছানার সংস্পর্শে চলে আসে, এরপরই আগুন ধরে যায়| আগুনে ধলসে মৃত্যু হয়েছে স্বামী ও স্ত্রী-সহ ৩ জনের| মৃতদের নাম হল-বাচ্চু সিং (৪৮), তাঁর স্ত্রী রানি (৪৫) এবং বাচ্চুর বিশেষ চাহিদা সম্পন্ন ভাই নারায়ণ (৪০)| বাচ্চুর বাড়ি উত্তর প্রদেশের বান্দা জেলায়| কর্মসূত্রে গাজিয়াবাদে থাকতেন তিনি| গাজিয়াবাদের প্রতাপ বিহারের সেক্টর ১১ জিডিএ ব্লিডিংয়ের ঘটনা| অগ্নিকাণ্ডের সময় বাড়ির বাইরে ছিল বাচ্চুর দুই ছেলে গুলশন (২২) এবং প্রথম (১৬) এবং বাচ্চুর মেয়ে রাখি (১৭)| মৃত বাচ্চু সিং গাজিয়াবাদ উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধায়ক ছিলেন|

দমকল অফিসার সুনীল কুমার জানিয়েছেন, জিডিএ বিল্ডিংয়ের দশ তলায় ঘর রয়েছে বাচ্চু সিংয়ের| মঙ্গলবার রাতে অথবা বুধবার ভোররাতে রুম হিটারের তার কোনওভাবে ধাতব বিছানার সংস্পর্শে চলে আসায় আগুন ধরে যায়| আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৩ জনের| অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখার জন্য নিয়োগ করা হয়েছে সিটি ম্যাজিস্ট্রেট শিবপ্রকাশ শুক্লাকে| জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, আগামী ৪ দিনের মধ্যে বিচারবিভাগীয় তদন্ত রিপোর্ট জমা দিতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *