নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : দুর্যোগ মোকাবিলা খাতে অসম, ত্রিপুরা-সহ দেশের সাতটি রাজ্যকে বিশেষ তহবিল বরাদ্দে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্য উচ্চস্তরীয় কমিটি দেশের সাতটি রাজ্যকে বন্যা, ভূমিধস এবং বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির জন্য অতিরিক্ত ৫,৯০৮ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ অসম, ত্রিপুরা, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ ওই খাতে অতিরিক্ত অর্থ সাহায্য পাবে৷
২০১৯ সালে দক্ষিণ পশ্চিম বর্ষা মরশুমে বন্যা, ভূমিধস এবং মেঘ ফেটে বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত সাটি রাজ্যের ক্ষয়ক্ষতির জন্য সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক উচ্চস্তরের বৈঠকে বসেন৷ ওই বৈঠকে উচ্চস্তরীয় কমিটি সাতটি রাজ্যকে ক্ষয়ক্ষতির জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তায় অনুমোদন দিয়েছে৷ কেন্দ্রীয় দুযর্োগ মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত ৫,৯০৮ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করা হবে৷ এতে অসম ৬১৬ কোটি ৬৩ লক্ষ টাকা, ত্রিপুরা ৬৩ কোটি ৩২ লক্ষ টাকা, হিমাচলপ্রদেশ ২৮৪ কোটি ৯৩ লক্ষ টাকা, কর্ণাটক ১,৮৬৯ কোটি ৮৫ লক্ষ টাকা, মধ্যপ্রদেশ ১,৭৪৯ কোটি ৭৩ লক্ষ টাকা, মহারাষ্ট্র ৯৫৬ কোটি ৯৩ লক্ষ টাকা এবং উত্তরপ্রদেশ ৩৬৭ কোটি ১৭ লক্ষ টাকা পাবে৷
ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার চারটি রাজ্যকে ৩,২০০ কোটি টাকা অন্তর্বর্তী আর্থিক সহায়তা প্রদান করেছিল৷ এতে কর্ণাটক ১,২০০ কোটি টাকা, মধ্যপ্রদেশ ১,০০০ কোটি টাকা, মহারাষ্ট্র ৬০০ কোটি টাকা এবং বিহার ৪০০ কোটি টাকা পেয়েছিল৷ তার অতিরিক্ত ২০১৯-২০ অর্থবছর-সহ এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেশের ২৭টি রাজ্যকে রাজ্য দুযর্োগ মোকাবিলা তহবিলের কেন্দ্রীয় শেয়ার থেকে ৮,০৬৮ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করেছিল৷
প্রসঙ্গত, আজকের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, অর্থমন্ত্রক, কৃষিমন্ত্রক এবং নীতি আয়োগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷