দিল্লি বিধানসভা নির্বাচন : বিজেপির নাম না করে খোলা চ্যালেঞ্জ রাজনৈতিক রণকৌশলী প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন পেশাদার রাজনৈতিক রণকৌশলী প্রশান্ত কিশোর। এক টুইট বার্তায় আম আদমি পার্টির নির্বাচনী পরামর্শদাতার হুঁশিয়ারি, আগামী ১১ ফেব্রুয়ারি মানুষ নিজেদের ক্ষমতা দেখিয়ে দেবে। তাই আপাতত অপেক্ষা ১১ ফেব্রুয়ারির। টুইটে বিজেপির নাম না করলেও তাঁর লক্ষ্য যে গেরুয়া শিবিরই, সেকথা বলার অপেক্ষা রাখে না। সোমবার ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটগ্রহণ। ফলপ্রকাশ হবে ১১ ফেব্রুয়ারি।

প্রশান্ত কিশোরের দাবি, সেদিনই দিল্লির মানুষ নিজেদের শক্তি দেখিয়ে দেবে। সেকারণেই তাঁর সংক্ষিপ্ত টুইট, ১১ ফেব্রুয়ারি দেখা হবে। যা একপ্রকার খোলা চ্যালেঞ্জ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। মাস দুয়েক আগেই দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকে দিল্লিই পিকের ধ্যানজ্ঞান। দিল্লির মসনদ দখলের লড়াইও এরাজ্যের মতো একপ্রকার পিকে বনাম বিজেপি লড়াইয়ে পরিণত হয়েছে। রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিজের দুর্দান্ত রেকর্ড বজায় রাখতে মরিয়া পিকে। তাই ১১ ফেব্রুয়ারি ফলাফলের দিকে তাঁর নিজেরও নজর রয়েছে। তবে, কেজরিওয়ালের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দিল্লিতে ভাল ফলের ব্যপারে একপ্রকার নিশ্চিত প্রশান্ত কিশোর। সে কারণেই হয়তো, বিজেপিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *