জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা, এভিবিপির বিরুদ্ধে অভিযোগ ছাত্র সংসদের

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) :  জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে  হামলা | আক্রান্ত জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন। রবিবার সন্ধ্যায় মহিলা হস্টেলে হামলার ঘটনায় এসএফআইয়ের তরফে সরাসরি এভিবিপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

এদিন মুখ ঢেকে, হাতে লাঠি নিয়ে সবরমতি গার্লস হোস্টেলে ঢুকে রীতিমত তাণ্ডব চালানো হয়। ভেঙে ফেলা হয় হোসটেলের সম্পত্তি। ঐশীর পাশাপাশি গুরুতর ভাবে আহত হইয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন। জহওরলাল ইউনিভারসিতি স্টুডেন্টস ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষ বর্তমানে এইএমসের ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, হামলার সময় ছাত্রীরা সবরমতী হোস্টেলের মহিলা শাখায় গিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন। সেইসময় আক্রমণকারীরা গোটা করিডরে ভাঙচুর চালায়। বাইরের কার পার্কিংয়েও চালানো হয় ভাঙচুর।

গোটা ঘটনাটিকে জেএইইউ-তে এমারজেন্সি বলে ট্যুইটারে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। এবিভিপি’র বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্র সংসদের দাবি, মুখে মুখোশ পরে হামলা চালিয়েছে আক্রমণকারীরা। জেএনইউ কর্তৃপক্ষ এবং এবিভিপি’র বিরুদ্ধে প্রতিবাদের স্বর আরও জোরালো করার আহ্বান জানিয়েছে তারা ।

এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, আধ ঘণ্টার মধ্যে এর জবাব দেওয়া হবে। ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এবিভিপিকে।

উল্লেখ্য, ফি বৃদ্ধি-সহ কর্তৃপক্ষের একাধিক ছাত্রবিরোধী নীতির অভিযোগ তুলে এক মাসেরও বেশি সময় ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে জেএনইউ’র ছাত্রছাত্রীরা। তাঁদের ঐক্যবদ্ধ আন্দোলন দমাতে এর আগেও একাধিক হামলা চালিয়েছে কর্তৃপক্ষ, পড়ুয়াদের একাংশের অভিযোগ এমনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *