খার্তুম (সুদান), ৩ জানুয়ারি (হি.স.): টেক-অফের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সুদানে ভেঙে পড়ল মিলিটারি বিমান| বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই বিমানে থাকা ১৮ জন যাত্রীর| মৃত ১৮ জন যাত্রীর মধ্যে ৭ জন ক্রু মেম্বার ও চারটি শিশু-সহ ১১ জন সাধারণ নাগরিক| স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সুদান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আমির মহম্মদ আলহাসান জানিয়েছেন, বৃহস্পতিবার সুদানের পশ্চিম দারফুর স্টেটের জেনেইনা বিমানবন্দর থেকে টেক-অফের পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে আন্তোনভ ১২ মডেলের একটি কার্গো বিমান|
সেনা মুখপাত্র জানিয়েছেন, ওই বিমানে থাকা ১৮ জন যাত্রীরই মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ৭ জন পাইলট-সহ ক্রু মেম্বার| প্রাণ হারিয়েছেন চারটি শিশু-সহ ১১ জন সাধারণ নাগরিক| কী কারণে মিলিটারি কার্গো বিমানটি ভেঙে পড়ল, তা জানতে তদন্ত শুরু হয়েছে|