কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.) : চিনের চন্দ্র অভিযান থেকে ট্রাম্পের ইমপিচমেন্ট, শ্রীলঙ্কার বিস্ফোরণ থেকে বাগদাদি হত্যা। বানিজ্যিক সংরক্ষণবাদে বিশ্বজুড়ে অর্থনীতিতে নতুন অস্থিরতা। সেইসঙ্গে ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকায় এ বছর দেখা গেছে উগ্র জাতীয়তাবাদ ও ডানপন্থার ঢেউ । বছরভর উত্তপ্ত ছিল কোরীয় উপদ্বীপ ও মধ্যপ্রাচ্য। এবছর একাধিক বিষয়ে বিশ্বের নজর কেড়েছে ভারত | এছাড়াও বছর জুড়ে বিশ্ব আঙিনায় শিরোনামে ছিল আমাজনে অগ্নিকাণ্ড, হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ আন্দোলন, প্যারিসের নতর দাম গির্জায় আগুন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা সহ আরও বেশ কিছু ঘটনা। এসবের মধ্যেও দুর্নীতি দূর, অর্থনীতির সংস্কার আর ক্ষমতার অংশীদার হতে সাধারণ জনগণ বিশেষ করে তরুণদের লড়াই নতুন আশার পথ দেখিয়েছে। বছর শেষে একবার সেই খবরগুলিকে ফিরে দেখা যাক।
চাঁদের উল্টোপিঠে চিনের মহাকাশযান : চলতি বছরের শুরুতেই চাঁদের যে অংশটি পৃথিবী থেকে কখনওই দেখা যায় না, সেই দূরবর্তী দিকে এই প্রথম একটি রোবট চালিত মহাকাশযান নামিয়েছে চিন। চিনের মহাকাশযান চাঙ-আ ৪ চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে বলে দাবি করছেন চিনা বিজ্ঞানীরা। এটিকে মহাকাশ গবেষণায় চিনের বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।
চকবাজার অগ্নিকাণ্ড: ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতে সৃষ্ট আগুন পার্শ্ববর্তী ভবনসমূহে ছড়িয়ে পড়ে এবং বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে এলাকাটি বিদ্যুৎ-সংযোগবিচ্ছিন্ন হয়ে যায়। দমকল বাহিনী পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সরকারি হিসাব মতে এই অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে ৭৮ জন মারা যান।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা : ১৫ মার্চ, শুক্রবার স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এক মসজিদে হামলা চালায় এক আততায়ী। ঘটনায় ৫০ জন প্রাণ হারান। ঘটনায় মূল অভিযুক্ত ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ায় জন্মানো ব্রেন্টন ট্যারান্টেকে পরে গ্রেফতার করে সেদেশের পুলিশ। সোশ্যাল মিডিয় এই গুলি চালানোর ঘটনার লাইভ স্ট্রিমিং করে ব্রেন্টন। প্রসঙ্গত, এই ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। কারণ ঘটনার সময় সেই মসজিদের কাছেই ছিলেন তাঁরা। মসজিদেই যাওয়ার কথা ছিল তাঁদের। তবে গুলি চালানোর আওয়াজ পেয়ে সেখান থেকে পালান ক্রিকেটাররা।
ইরানের পরমাণু চুক্তি লঙ্ঘন : ২০১৫ সালে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে ইরান। চুক্তি অনুযায়ী স্বল্প মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে দেশটি। ইরান ইতিমধ্যেই মজুদ করা সমৃদ্ধ ইউরেনিয়ামের ৩০০ কেজির সীমা অতিক্রম করে বলে জানা যায়।
আমেরিকা-উত্তর কোরিয়ার উত্তেজনা : এবছর ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে উত্তর কোরিয়া ও আমেরিকার দ্বিতীয় শীর্ষ সম্মেলন কোনও সমঝোতা ছাড়া ভেস্তে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা ফের শুরু হয়। বৈঠক ব্যর্থ হওয়ায় উত্তর কোরিয়া তাদের পরমাণু বিষয়ক দূত কিম হিয়ক চোলসহ ৫ কূটনীতিককে মৃত্যুদ- দেয় বলে এপ্রিলে জানায় দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসুন ইলবো। বছরের শেষভাগে পিয়ংইয়ং একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে ও রকেট পরীক্ষা চালিয়ে তাদের ধৈর্যচ্যুতি ঘটছে বলে ওয়াশিংটনকে সতর্ক করে। জুলাইয়ে আকস্মিক এক সফরে দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক সীমান্ত অঞ্চলে (ডিএমজেড) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করে বাহবাও কুড়ান।
বাণিজ্যযুদ্ধ : বছরজুড়ে আমেরিকার সঙ্গে চিনের বাণিজ্য যুদ্ধ নিয়ে বিশ্ব উদ্বিগ্ন ছিল। মে-তে যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে শুল্ক আরোপ করলে নেতিবাচক প্রভাব পড়ে চিনের অর্থনীতিতে। আগস্টে দেশটির আরও ৫৫ হাজার কোটি ডলারের পণ্যে অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক আরোপ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা নেয় বেইজিংও। বিশ্ব অর্থনীতিতে দুই পরাশক্তির এই যুদ্ধের প্রভাব নিয়ে বছরজুড়েই ছিল তুমুল উদ্বেগ। বছরের শেষের দিকে এসে দুইদেশের কর্মকর্তাদের মধ্যে প্রথম পর্যায়ের একটি বাণিজ্যচুক্তির ঘোষণায় মিলেছে আপাত স্বস্তি। বাণিজ্যিক সংরক্ষণ নেতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতিতে| সংরক্ষণবাদের নেতিবাচক প্রভাবের প্রেক্ষাপটে এবছর জুনে বিশ্বের ২০টি অর্থনৈতিক শক্তির জোট ‘জি-টোয়েন্টি’র নেতারা এর বিরুদ্ধে অবাধ ও সুষ্ঠু বাণিজ্য উন্নয়নে সম্মত হন।
ব্ল্যাকহোল : কয়েক শতাব্দী ধরে চলে আসা এক অনুমান এর সত্যিকারের ছবি দেখতে পাওয়া যায় ১০ এপ্রিল,২০১৯। প্রথমবার ব্ল্যাকহোলের দেখতে পাওয়া যায় ব্ল্যাকহোলের সহজ সংজ্ঞা দিতে গেলে বলতে হবে, একটি তারা বা নক্ষত্র যখন মারা যায় তখন সৃষ্টি হয় একটি ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর।
জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেফতার : ১১ এপ্রিল ২০১৯ গ্রেফতার হলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ । যৌন নিপীড়নের অভিযোগের মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় গত সাত বছর ধরে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে থাকা অ্যাসাঞ্জকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ । অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া জুলিয়ান পল অ্যাসাঞ্জ একজন প্রোগ্রামার । ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে তিনি বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।
সিংহাসন ত্যাগ : এপ্রিলের শেষে ঐতিহ্যমণ্ডিত জাপানের রাজবংশের দু’শো বছরের প্রাচীন প্রথা ভেঙে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করলেন জাপানের সম্রাট আকিহিতো(৮৩)। এর আগে কোনও সম্রাট স্বেচ্ছায় পদত্যাগ করেননি। চলতি বছর সিংহাসন ছেড়েছেন মালয়েশিয়ার রাজা পঞ্চম মহম্মদও |
প্যারিসের নতর দাম গির্জায় আগুন : ১৫ এপ্রিল রাতে আগুন লাগে প্যারিসের নতর দাম গির্জায়। সেই সময় ৮৫০ বছর বয়সি গির্জাটির সংস্কারের কাজ চলছিল। সেখান থেকেই লাগে আগুন। সম্ভবত জ্বলন্ত সিগারেট বা বৈদ্যুতিন ত্রুটির জন্য গির্জায় আগুন ধরে। গির্জার অনেক স্থাপত্য নষ্ট হয়েছে এই আগুনের জেরে। এই আগুনেরই জেরে গত ২০০ বছরে এই প্রথমবার বড়দিন উদযাপন হয়নি এই গির্জায়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুল ম্যাকরঁন জানিয়েছেন যে পাঁচ বছরের মধ্যে ১৩ শতাব্দীর এই গির্জা ফের তৈরি করা হবে।
ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় বিস্ফোরণ : ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় ৬ ঘণ্টায় ৮টি বিস্ফোরণ ঘটে। তিনটি চার্চ সহ রাজধানী কলম্বোর তিনটি হোটেলেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৩০০ জনের বেশি প্রাণ হারান। এরমধ্যে ৩৫ জন বিদেশিও ছিলেন। কলম্বোর উত্তর অংশে কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণের ঘটনাগুলি ঘটে। কলম্বোর শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলেও বিস্ফেরণ হয়।
হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলন : চলতি বছরের জুনে হংকংয়ে বন্দিপ্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত৷ বিলে বলা হয়, হংকংয়ে কেউ কোনও অপরাধ করলে চিনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে৷ হংকংবাসীদের আশঙ্কা ছিল, কেউ চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কড়া শাস্তি দিতেই এই বিল আনা হয়েছে৷ এই বিল প্রত্যাহারের দাবিতে হংকংয়ে শুরু হয় বিক্ষোভ৷ প্রতিবাদের মুখে বিলটি স্থগিত করা হলেও প্রতিবাদ অব্যাহত থাকে। পরে গত মাসের প্রথমদিকে বিলটি পুরোপুরি প্রত্যাহার করা হয়। কিন্তু এতেও প্রতিবাদীদের ক্ষোভ কমেনি। পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি পুলিশের নিষ্ঠুরতা ও অন্যান্য অভিযোগেরও তদন্ত দাবি করছে। হংকংয়ের সরকার প্রধান ক্যারি ল্যামের পদত্যাগ চেয়ে প্রতিবাদ আন্দোলনে নামেন হংকংয়ের অসংখ্য বাসিন্দা। ডিসেম্বরের ৭ তারিখ এই আন্দোলনের অর্ধবার্ষিকী পূরণ হয়।
কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে ভারতের জয় : পাকিস্তানে ভারতের হয়ে চরবৃত্তিতে সাজাপ্রাপ্ত কুলভূষণ যাদবের মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতে বড় জয় পেল ভারত। জুলাইয়ের শুনানিতে পাক সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত। সেই রায় পুনর্বিবেচনার আগে পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। পাশাপাশি ভারতীয় কূটনীতিকদের যাদবের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দিয়েছে দ্য হেগের আদালত।
আমাজনে অগ্নিকাণ্ড: আমাজনের ঘন জঙ্গলে আগুন। চলতি বছরে আগস্ট মাসে প্রকাশ্যে আসে আমাজনের দাবানলের ঘটনা | আমাজনে অন্তত ৭২ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অ্যামাজনে অগ্নিকাণ্ডের জেরে সাও পাওলো-সহ ব্রাজিলের বেশ কয়েকটি শহরের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই অরণ্যে প্রায় ৩০ লাখ প্রজাতির গাছপালা-পশুপাখি রয়েছে৷ অরণ্য ধ্বংস মানে জীববৈচিত্র্যের সঙ্গে উষ্ণায়নের মাত্রাও আরও কিছুটা বেড়ে যাওয়া। দক্ষিণ আমেরিকার বৃষ্টিচ্ছায়া অরণ্য আমাজন পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে। তাই আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়৷ সেই ফুসফুসই যেন তিলে তিলে ঝাঁঝরা হয়ে যায় এই বছর৷
আংশিক সফল ভারতের চন্দ্রযান-২–এর অভিযান : এবছরের জুলাই থেকে সেপ্টেম্বর চাঁদের অন্ধকারপৃষ্ঠে অবতরণের জন্য সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে ইন্ডিয়ানস্পেস রিসার্চ অরগানাইজেশন (ইসরো)র বিজ্ঞানীদের তৈরি চন্দ্রযান-২ এর অভিযান আংশিক সফল | অভিযানের একদম শেষ মুহূর্তে বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেলেও এখনও অরবিটারটি অক্ষতই রয়েছে। চাঁদের কক্ষপথে সফলভাবেই প্রদক্ষিণ করছে সেটি।
নোবেল জয় : অক্টোবরে চিকিৎসা থেকে সাহিত্য মোট ছয়টি বিষয়ে নোবেল জয়ীদের নাম ঘোষণা হয় | ৭ অক্টোবর তারিখে চিকিৎসাবিজ্ঞানে, ৮ অক্টোবর তারিখে পদার্থবিজ্ঞানে, ৯ অক্টোবর তারিখে রসায়নে, ১০ অক্টোবর তারিখে সাহিত্যে, ১১ অক্টোবর তারিখে শান্তিতে এবং ১৪ অক্টোবর তারিখে অর্থনীতিতে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে সুইডেনের ক্যারোলিন্সকা ইনস্টিটিউটের নোবেল কমিটি ।এ বছর মোট ১৪ জন ব্যক্তি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন|এবছরের নোবেল প্রাপকরা হলেন চিকিৎসাবিজ্ঞানে গ্রেগ এল. সেমেনজা (যুক্তরাষ্ট্র)পিটার জে. র্যাটক্লিফ (যুক্তরাজ্য)উইলিয়াম কায়েলিন জুনিয়র (যুক্তরাষ্ট্র)| রসায়নে জন বি. গুডএনাফ (যুক্তরাষ্ট্র)আকিরা ইয়োশিনো (জাপান)এম. স্ট্যানলি হুইটিংহ্যাম (যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য) | সাহিত্যে পিটার হান্টকা (অস্ট্রিয়া)| শান্তিতে আবি আহমেদ (ইথিওপিয়া)| পদার্থবিজ্ঞানে মিশেল মাইয়র (সুইজারল্যান্ড)জিম পিবল্স (কানাডীয়-মার্কিনী)দিদিয়ে কেলোজ (সুইজারল্যান্ড) অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (যুক্তরাষ্ট্র)এস্থার দুফ্লো (ফ্রান্স, যুক্তরাষ্ট্র) মাইকেল ক্রেমার (যুক্তরাষ্ট্র)| উল্লেখ্য, অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভারতীয় বংশদ্ভুত মার্কিন নাগরিক |
সিরিয়ায় তুরস্কের আগ্রাসন : চলতি বছরের ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। সিরিয়ার কুর্দিশ সৈন্যদের বিরুদ্ধে প্রবল আক্রমণ শানিয়ে তুরস্ক সেনা ক্রমাগত ঢুকে পড়ে সেদেশের অন্দরে। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার পরেই তুরস্ক সেদেশে অভিযান শুরু করে। পরে আমেরিকার হস্তক্ষেপে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে চলা তুরস্কের আগ্রাসন বন্ধে পাঁচদিনব্যাপী সংঘর্ষ বিরতিতে সম্মত হয় তুরস্ক। এই মর্মে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দেখা করতে আঙ্কারা যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও বিদেশ সচিব মাইক পম্পেও। পরে রাশিয়ার সঙ্গে তুরস্ক চুক্তি করে সিরিয়ার উত্তরাঞ্চলে যৌথ টহলের।
ইংল্যান্ডে কনটেইনার থেকে উদ্ধার ৩৯টি নিথর দেহ : ২৩ অক্টোবর ইংল্যান্ডের এসেক্সে লরির ভেতর থেকে উদ্ধার শ্বাসরুদ্ধ ৩৯টি দেহ | একটি লরির পেছনে কনটেইনারের ভেতর ঠান্ডায় জমে গিয়ে এই চিনাদের করুণ মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হয় ব্রিটেনে। ৩৯টি নিথর দেহ উদ্ধারের ঘটনা ছিল এ বছরের মানবপাচারের উল্লেখযোগ্য ঘটনা।
শ্রীলঙ্কায় রাজাপাকসের প্রত্যাবর্তন : এপ্রিলের জঙ্গী হামলায় ক্ষতবিক্ষত শ্রীলঙ্কায় নিরাপত্তা ইস্যুকে সামনে এনে ফের বাজিমাত করেছেন মাহিন্দা রাজাপাকসে। নভেম্বরে নির্বাচনে তার ভাই গোটাবে রাজাপাকসে প্রেসিডেন্ট হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মাহিন্দা।
আফগানিস্তানে নির্বাচন : তালেবানদের বর্জনের ডাকের মধ্যেই সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় । ডিসেম্বরে প্রকাশিত প্রাথমিক ফলে আশরাফ ঘানিকে জয়ী দেখানো হলেও বিরোধীরা ওই ফল প্রত্যাখ্যান করেছে। এদিকে, একের পর এক সন্ত্রাসী হামলায় ক্ষতবিক্ষত দেশটিতে মৃত্যুর মিছিল বন্ধের পথ অধরাই রয়ে গেছে এবছরও। দেশটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার ও একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে কয়েকদফা বৈঠকের পরও দুইপক্ষই এখনো কোনও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। থ্যাংকসগিভিং ডে-তে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্প কয়েক ঘণ্টার আচমকা সফরে আফগানিস্তানে গিয়ে ১৮ বছরের যুদ্ধ সমাপ্তিতে দ্রুতই একটি চুক্তি হতে চলেছে বলে ইঙ্গিতও দিয়েছেন।
বাগদাদি হত্যা : নভেম্বরের শেষ দিকে সুপরিকল্পিত অভিযান চালিয়ে আইএস জঙ্গি নেতা আবু বক্কর আল বাগদাদীকে খতম করে মার্কিন বাহিনী। ২০১৪ সাল থেকে আইএসের নেতৃত্ব দিয়েছে বাগদাদি। একাধিক বড় জঙ্গি হামলা ঘটেছে তার নেতৃত্বে। তাকে নিকেশ করার জন্য ইরান, তুরষ্ক এবং আমেরিকা যৌথভাবে অভিযান চালিয়েছিল। সিরিয়ার যে সুড়ঙ্গে বাগদাদি ঢুকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, সেই জায়গায় নিজের ‘ঢাল’ হিসবে ৩ শিশুকে নিয়ে ঢোকে বাগদাদি। শেষে উপায় না পেয়ে নিজের সুইসাইড জ্যাকেটের বোতাম টিপে বিস্ফোরণে নিজেকে ছিন্নভিন্ন করে বাগদাদি। এর ১৫ মিনিট পর সেখানেই বাগদাদির দেহাবশেষ থেকে ডিএনএ পরীক্ষা করে জঙ্গিনেতার মৃত্যু নিশ্চিত করে মার্কিন বাহিনী।
হলি আর্টিজান মামলার রায় : ২৭ নভেম্বর হলি আর্টিজান মামলায় ৭ জঙ্গির ফাঁসির আদেশ দিল বাংলাদেশ আদালত | তিন বছর আগে ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিলেও একজনকে বেকসুর খালাস করেছে |
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আশ্রয়প্রার্থী সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানে আইন আনল ভারত : বিশ্বের নজরে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন | ভারতের পার্লামেন্টের উভয়কক্ষে পাশ হওয়ার পর ১৩ ডিসেম্বর গভীর রাতে তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ | এর ফলে এবার ভারতের নাগরিকত্ব পাবেন ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের শিখ, খ্রিস্টান, হিন্দু, জৈন, বৌদ্ধ পার্সিক সহ সেখানকার সংখ্যালঘুরা | তবে এর বিরোধিতা করেছে দেশের বিরোধী রাজনৈতিক দল | যা নিয়ে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত আছে এখনও |
ব্রেক্সিটে বাজিমাত জনসনের : ব্রেক্সিট নিয়ে বছরজুড়েই সরগরম ছিল গ্রেট বৃটেনের রাজনীতি। ইউরোপের নেতাদের সঙ্গে করা চুক্তি সাংসদদের মানাতে না পেরে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন থেরেসা মে। তার স্থলাভিষিক্ত হন বরিস জনসন। দ্রুত ব্রেক্সিট করতে চাইলেও পার্লামেন্টের চাপে পড়ে মেয়াদ বাড়াতে ইউরোপের কাছে চিঠিও লিখতে হয় টোরি নেতা জনসনকে। ব্রেক্সিট ইস্যুতে বিক্ষোভের জেরে অক্টোবরে শুরুতেই আগাম নির্বাচনের ডাক দেন জনসন। ব্রেক্সিট কার্যকরে জনগণের শক্ত ম্যান্ডেট চেয়ে নির্বাচনে বাজিমাতও করেন তিনি|কনজারভেটিভ দলকে এনে দেন তিন দশকের মধ্যে সবচেয়ে ভাল ফল। এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে টোরি সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট কার্যকরের বিলে অনুমোদন দেয়। ফলে শেষ পর্যন্ত কেটে যায় ব্রেক্সিট সংকট।
মোশারফের মৃত্যুদণ্ডের নির্দেশ : এবছর উল্লেখযোগ্য আরেক ঘটনা ছিল পাকিস্তানের প্রাক্তন সেনাশাসক পারভেজ মোশারফের মৃত্যুদণ্ডের নির্দেশ । ১৭ ডিসেম্বরে দেশটির বিশেষ আদালত মোশারফকে ‘রাষ্ট্রদ্রোহের’ অপরাধে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেয়। ২০০৭ সালের নভেম্বরে অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে মোশারফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মোশাররফ বর্তমানে চিকিৎসার জন্য দুবাইয়ে আছেন। আদালত তাকে যে কোনো উপায়ে পাকড়াও করার নির্দেশ দিয়েছে। জীবিত ধরা না গেলে কিংবা সাজা কার্যকরের আগেই মৃত্যু হলে আদালত তার মৃতদেহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্টের বাইরে ডি-চক এলাকায় নিয়ে গিয়ে তিনদিন ঝুলিয়ে রাখার আদেশ দিয়েছে।
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা মামলা : মায়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্ত হয় আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া। ডিসেম্বরে যার শুনানিতে উপস্থিত ছিলেন মায়ানমারের স্টেট কাউন্সিলের প্রধান তথা নোবেলে শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি । সেখানে তিনি হত্যার অভিযোগ না মেনে সেনা অভিযানের বিষয়টিকে দেশের অভ্যন্তরীন বিষয় বলে উল্লেখ করেছেন । এবিষয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়ে মায়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করেছে রাষ্ট্রসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে মিয়ানমারের প্রতি রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষমূলক উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ট্রাম্পের ইম্পিচমেন্ট : বছরের একেবারে শেষ প্রান্তে এসে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইম্পিচমেন্ট পাস হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে উঠেছে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ । অভিযোগ ট্রাম্প ইউক্রেনকে ৪০ কোটি ডলারের সাহায্য হঠাৎই বন্ধ করে দেন। অভিযোগ, এরপর তিনি ইউক্রেন প্রেসিডেন্টকে ফোন করে বলেন দুটি শর্তে এই সাহায্য ফের চালু করবেন। প্রথম শর্ত, জো বিডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে হবে। আর দ্বিতীয় শর্ত হল প্রচার করতে হবে রাশিয়া নয় ইউক্রেন ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে সাহায্য করতে চেয়েছিল। এই কথা প্রকাশ্যে আসার পরেই স্পিকার ইম্পিচমেন্ট প্রক্রিয়া চালু করেন। তৈরি হয় জুডিশিয়াল কমিটি । এরপর ইম্পিচমেন্ট প্রস্তাব নিয়ে হাউস অফ কনজারভেটিভে ভোটাভুটি হওয়ার কথা। ইমপিচমেন্ট করা হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হবেন ট্রাম্প। ট্রাম্প তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ইম্পিচমেন্ট আনা হয়েছে ।

