শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.): মাত্র দু’ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। সোমবার রাত ১০.৪২ মিনিট নাগাদ সর্বপ্রথম ৪.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে। এরপর ১০.৪৮ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন, তৃতীয় ভূকম্পন অনুভূত হয় রাত ১০.৫৮ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার, চতুর্থ তথা সর্বশেষ কম্পন টের পাওয়া যায় রাত ১১.২০ মিনিট নাগাদ ৫.৪ তীব্রতার।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার রাতে দু’ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭ থেকে ৫.৫। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, কম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।