নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে রাজ্যের রাজপথে কাগজ পত্র বিহীন অর্থাৎ অবৈধ টমটম চলবে না৷ আদালতের এই রায়ের ফলে টমটম চালকরা অসহায় হয়ে পরে৷ বিশেষ করে কৈলাসহরে প্রায় এক হাজার টমটম রয়েছে৷ এরমধ্যে আশিভাগ টমটমেরই কাগজ নেই৷ কারণ টমটম চালকরা টমটম ক্রয় করার সময় টমটম দোকানের মালিকরা আজ অব্দী কোন কাগজ পত্র দেয়নি৷ যার ফলে টমটম চালকরা অসহায় হয়ে পড়েছে৷ কি করবে উনারা ভেবে পাচ্ছেন না৷

তাই আজ কৈলাসহরের সমস্ত টমটম চালক এবং মালিকরা কৈলাসহর কলেজ স্টেডিয়ামে এক বৈঠকে বসে আগামীদিনের আন্দোলনের রূপরেখা তৈরি করে৷ বৈঠকে একাংশ চালকরা দাবি রেখেছিল শাসক দলের নেতাদের নিয়ে আন্দোলন করার জন্য৷ আবার একাংশ চালকরা দাবি রেখেছিল শহরের সিপিএম দলের বিধায়ক মবস্বর আলিকে নিয়ে আন্দোলন করার জন্য৷ কিন্তু অর্ধেকেরও বেশি চালক এবং মলিকরা এর বিরোধিতা করে৷ পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয় কৈলাসহরের প্রাক্তন বিধায়ক বীরজিত সিন্হাকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে৷
একপর বৈঠক থেকেই টমটম চালকরা বীরজিত সিন্হার সঙ্গে ফোনে যোগাযোগ করলে বীরজিত সিন্হা জানায় যে, টমটম চালকদের জন্য যেকোন আন্দোলনেই উনি রাজি রয়েছেন৷ এছাড়া কংগ্রেস দলের পক্ষ থেকে কংগ্রেসের বরিষ্ঠ আইনজীবী পিযূস কান্তি বিশ্বাস এবং হরেকৃষ্ণ ভৌমিক-এর সঙ্গে আলাপ আলোচনা করে হাইকোর্টে মেয়াদ বাড়ানোর দাবি জানানো হবে বলে আশ্বাস দেন৷ তবে আগামী চবিবশ ঘণ্টার মধ্যে বিরজিত সিন্হার সঙ্গে টমটম চালক ও মালিকরা সরাসরি বৈঠকে বসবেন৷

