নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রতিটি ভারতবাসীর মতো তিনিও আশায় বুক বেঁধেছিলেন| ঝলমলে আকাশে সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় ছিলেন| কিন্তু, প্রকৃত সেই আশায় জল ঢেলে দিয়েছে| চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| সূর্যগ্রহণ দেখতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী| প্রকৃতি বাধা দিলেও, প্রযুক্তির সৌজন্যে লাইভ স্ট্রিমের মাধ্যমে সূর্যগ্রহণ চাক্ষুস করেছেন প্রধানমন্ত্রী|
আক্ষেপ প্রকাশ করে বৃহস্পতিবার সকালে টুইট করেছেন প্রধানমন্ত্রী| টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রতিটি ভারতবাসীর মতো, সূর্যগ্রহণ নিয়ে আমিও উত্সাহী ছিলাম| দুর্ভাগ্যবশত, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্যকে আমি দেখতে পারিনি| তবে, লাইভ স্ট্রিমের মাধ্যমে কোঝিকোড় এবং দেশের অন্যান্য প্রান্তের গ্রহণ চাক্ষুস করেছি| এছাড়াও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমার জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছি|’
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ বলে কথা! বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি ভারতবাসীর চোখ ছিল আকাশের দিকে| কিন্তু, শুধুমাত্র দক্ষিণ ভারতেই ভালোভাবে সূর্যগ্রহণ দেখা গিয়েছে| এছাড়াও গুজরাটের আহমেদাবাদ, ওডিশার ভুবনেশ্বর সর্বত্র সূর্যগ্রহণ দেখা গিয়েছে| ভারত ছাড়াও দুবাই, পাকিস্তানেও সূর্যগ্রহণ দেখা গিয়েছে| মেঘাচ্ছন্ন আকাশে অল্প সময়ের জন্য সূর্যগ্রহণ চাক্ষুস করেছে পশ্চিমবঙ্গও|