অন্ধ্রপ্রদেশে শ্রীচক্র তেল মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

পূর্ব গোদাবরী, ২৫ ডিসেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় শ্রীচক্র তেল প্রক্রিয়াকরণ মিলে (অয়েল প্রসেসিং প্ল্যান্ট) বিধ্বংসী অগ্নিকাণ্ড| বুধবার সকালে পূর্ব গোদাবরী জেলার আনাপার্থি ব্লকের অন্তর্গত পীরা রামচন্দ্রপুরম গ্রামে অবস্থিত শ্রীচক্র অয়েলস অ্যান্ড এক্সট্রাকশন প্রাইভেট লিমিটেড-এ ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| বিশেষ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আনাপার্থি থানার অতিরিক্ত সাব-ইন্সপেক্টর আলি খানও|

ততক্ষণে দাউদাউ করে জ্বলতে থাকে শ্রীচক্র তেল মিল| বিধ্বংসী আগুনে শ্রীচক্র তেল মিলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| তবে, হতাহতের কোনও খবর নেই| অতিরিক্ত সাব-ইন্সপেক্টর আলি খান জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে|