BRAKING NEWS

সিএএ নিয়ে পরিস্থিতির অবনতি করতে চাইছে কংগ্রেস ও সপা, দাবি কেশবের

লখনউ, ২৪ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনের জন্য কংগ্রেস, সমাজবাদী পার্টিকে দায়ী করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে এই দুইটি দল বলে দাবি করেছেন তিনি।

উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, দেশের মধ্যে শান্তি ও সদভাবনা বজায় থাকুক, তা একেবারেই চায় না কংগ্রেস। যে ভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছে এর পেছনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি হাত নেই তো বলে আশঙ্কা প্রকাশ করেছেন। রাজ্য সরকার যে আইনশৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ, তা মনে করিয়ে দিয়েছেন কেশবপ্রসাদ। পাশাপাশি আইনভঙ্গকারীদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, গুজবের উপর লাগাম টানার জন্য রাজধানী লখনউতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ২৫ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *