প্রশান্ত কিশোরের মেরুদণ্ড অতি দুর্বল বলে পাল্টা আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : ঢিল ছুঁড়ে পাটকেল খেলেন জনতা দল (ইউনাইটেড)-এর সহ সভাপতি তথা ভোট কৌশলী প্রশান্ত কিশোর | এবার তাঁকে মেরুদণ্ড অতি দুর্বল বলে পাল্টা আক্রমণ করা হল কংগ্রেসের তরফে ।শুধু কংগ্রেস নয়, বিহারে তাদের জোটসঙ্গী আরজেডিও প্রশান্ত কিশোরকে বিদ্রূপ করে। আরজেডি বলে, প্রশান্ত কিশোর তাঁর আত্মা জেডিইউয়ের কাছে বেচে দিয়েছে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে কংগ্রেস নিষ্ক্রিয় রয়েছে বলে তোপ দেগেছিলেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের বিরুদ্ধে প্রশান্ত কিশোর সরব হওয়ার পরই কংগ্রেসের তরফে পাল্টা আসে। সোনিয়া ভিডিও-বার্তা টুইট করেন। তিনি ভিডিও বার্তায় বলেন, প্রতিবাদের কণ্ঠ জোর করে দমানো হচ্ছে, তা গণতন্ত্রে একেবারে কাম্য নয়। কংগ্রেসের জাতীয় সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর লাবণ্য বল্লাল টুইটে পাল্টা তোপ দাগেন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। তিনি বলেন, কীভাবে প্রশান্ত কিশোর বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন, তা কি ভুলে গিয়েছেন তিনি। অতি দুর্বল তাঁর মেরুদণ্ড। তিনি কী করে কংগ্রেসের সমালোচনা করেন।

প্রশান্ত কিশোরকে পাল্টা দিয়েছে বিহারে কংগ্রেসের শরিক আরজেডিও । আরজেডি এদিন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে গর্জে উঠে নীতীশ কুমারকে গিরগিটির সঙ্গে তুলনা করে | আরজেডি বলে, পিকে তাঁর আত্মা জেডি(ইউ)-র প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে বেচে দিয়েছে। তাদের প্রশ্ন, প্রশান্ত কিশোর কেন জেডি(ইউ) থেকে পদত্যাগ করছেন না। এই ইস্যুতে তাঁর অনেক আগে জেডি(ইউ)ছাড়া উচিত ছিল।

উল্লেখ্য, তৃণমূলের ভোট পরামর্শদাতা প্রশান্ত কিশোর প্রশ্ন তুলেছিলেন, নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় গণ আন্দোলন সংঘটিত করতে কেন সক্রিয় নয় কংগ্রেস। টুইটারে প্রশান্ত কিশোর লেখেন, সিএএ-এনআরসির বিরুদ্ধে নাগরিকদের লড়াইয়ে রাস্তায় নেই কংগ্রেস। তাদের শীর্ষ নেতৃত্ব মোটের ওপর সেখানে অনুপস্থিত। যেসব মুখ্যমন্ত্রী তাঁদের রাজ্যে এনআরসি করতে দেবেন না বলে ঘোষণা করেছেন, অন্তত তাঁদের পাশে সব কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের দাঁড় করাতে পারেন আপনারা। নয়তো এসব কথা অর্থহীন।