BRAKING NEWS

হিংসা এবং জনসাধারণের সম্পত্তি নষ্ট করায় বিশ্বাসী নয় বিএসপি : মায়াবতী

লখনউ, ২০ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর প্রদেশ রাজধানী লখনউ| লখনউ ছাড়াও সম্ভল-সহ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে| ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি বাসে| আক্রান্ত হয় থানা, লখনউতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজন যুবকের| তবে, এই ধরনের হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বহুজন সমাজ পার্টি (বিএসপি)| শুক্রবার সকালে এমনই দাবি করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবাতী|

বৃহস্পতিবারের হিংসার ঘটনায় শুক্রবার সকালে উদ্বেগ প্রকাশ করে মায়াবতী জানিয়েছেন, ‘আমরা সর্বদাই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে আসছি, শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমরা| কিন্তু, অন্যান্য রাজনৈতিক দলগুলির মতো জনসাধারণের সম্পত্তি নষ্ট ও হিংসায় আমরা বিশ্বাসী নই|’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর উত্তাল হয়ে উঠেছিল উত্তর প্রদেশের রাজধানী লখনউ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত| অগ্নিগর্ভ লখনউয়ের মাদেগঞ্জে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বাধে| আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে| লখনউয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজন যুবকের| উত্তর প্রদেশের সম্ভলেও আক্রান্ত হয় থানা| জ্বালানো হয় সরকারি বাস| ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তর প্রদেশের সম্ভলে হিংসার ঘটনায় সমাজবাদী পার্টি (সপা)-র দু’জন সাংসদ এবং বেশ কয়েকজন নেতা-সহ ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *