লখনউ, ১৯ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের লখনউ, সাম্ভাল সহ একাধিক অঞ্চলে হিংসার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিংসাত্মক কাজে লিপ্ত থাকাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যে কড়া পদক্ষেপ নেবে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করায় মেরামতি টাকা যে বিক্ষোভকারীদেরই দিতে হবে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, কয়েকটি রাজনৈতিক দলের মদতে রাজ্যে হিংসার পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কারও কোনও অসুবিধা হবে না। তা সত্বেও বিরোধীরা অপপ্রচার চালিয়ে হিংসা ছড়াতে চাইছে। বিক্ষোভের হিংসাত্মক কার্যকলাপকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। ভিডিও ফুটেজ যাচাই করে দোষীদের চিহ্নিত করা হবে। যারা সরকারি সম্পত্তি ভাঙচুর চালিয়েছে এবং আগুন লাগিয়েছে সেই সকল দোষীদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ তোলা হবে।